সীতাকুণ্ড( চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড অজ্ঞাত গাড়ির চাপায় সিএনজি অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। সন্ধ্যা ৬ টায় পৌরসভার শেখপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে। চালক নুর মোস্তাফা (৫০) মিরশ্বরায় উপজেলার সায়েরখালী ইউনিয়নের গজারিয়া গ্রামের মৃত শফিকুল আলমের পুত্র।
স্থানীয় সূত্রে জানা, ঢাকামুখী সিএনজি অটোরিকশার সাথে চট্টগ্রাম মুখী দ্রুতগামী গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে মুচড়ে রাস্তার বাইরে ছিটকে পড়ে চালকসহ যাত্রীরা গুরুত্বতর আহত হয় ৷ এ খবর পেয়ে ঘটনাস্থলে হতে চালক ও আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে হাইওয়ে পুলিশ।
এ বিষয়ে কুমিরা পুলিশ ফাঁড়ি ইনচার্জ জাকির রাব্বানী বলেন, সিএনজি অটোরিকশা টি উল্টো পথে উত্তর দিকে যাওয়ার পথে চট্টগ্রাম মুখী গাড়ির সাথে সংঘর্ষ ঘটে। এ দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার চালককে মৃত ঘোষণা করেন। অপর দুই যাত্রী গুরুতর কিছু হয়নি বলে জানান তিনি।
Leave a Reply