1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
“ধানের শীষের বিজয়ই লক্ষ্য—৩৯নং ওয়ার্ড বিএনপির টানা উঠান বৈঠকে ঐক্যের অঙ্গীকার” চট্টগ্রামমুখী বাসে মদের গোপন রুট—র‌্যাবের অভিযানে ফাঁস ডক্টর মোহাম্মদ ফয়েজ উদ্দিন‌ের আগামীর উন্নত জাতি গঠনে দিকনির্দেশনামূলক সুপারিশ কবিতাঃ বৃষ্টি পড়ে -স্বর্ণা তালুকদার রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নববিবাহিত যুবকের মর্মান্তিক মৃত্যু র‌্যাব-৭ চট্টগ্রামের অভিযানে  এক কোটি ৮০ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার,পাঁচ মাদক কারবারি আটক মানুষের পাশে থাকার লড়াই—নিজ উদ্যোগে সড়ক মেরামত করলেন শ্রমিকদল নেতা বোয়ালখালীতে তিন ইয়াবা সেবনকারীর সাজা বর্ষবরণ উৎসব স্মারক ‘রঙ্গীন বৈশাখ’ এর মোড়ক উন্মোচন চট্টগ্রাম- কক্সবাজার রেলসড়কে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে পদক্ষেপ জরুরি:নিরাপত্তাহীনতায় যাত্রীরা -আলমগীর আলম

“ধানের শীষের বিজয়ই লক্ষ্য—৩৯নং ওয়ার্ড বিএনপির টানা উঠান বৈঠকে ঐক্যের অঙ্গীকার”

  • সময় সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৩০ পঠিত

বিশেষ সংবাদদাতাঃ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম নগরের ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে নতুন প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে বিএনপি অঙ্গনে। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ইপিজেড থানার আওতাধীন হযরত আলী শাহ পাড়া, হোন্দল পাড়া ও ফকির আহমদ পাড়া কেন্দ্রভিত্তিক উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত নেতাকর্মীরা ‘ধানের শীষের বিজয়’ নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন- জুলাইয়ের গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারই আজকের মূল শপথ।

এই কেন্দ্রভিত্তিক বৈঠকগুলোতে সভাপতিত্ব করেন ৩৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আশরাফ উদ্দিন।

হোন্দল পাড়ার বৈঠকে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইপিজেড থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও নগর বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক মো. জাবেদ আনসারী। এ সময় তিনি বলেন—“জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এখনই ঐক্যবদ্ধ হতে হবে। বিভেদ নয়, ঐক্যই আমাদের শক্তি।”

অন্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইমরান খান, ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শরীফ, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর, বিএনপি নেতা সুমন রহমান, রাশেদুল আলম রাসেদ, যুবদল নেতা এজেএম সোহেল, তাতীদলের জাহেদ আনসারী, স্বেচ্ছাসেবক দলের মো. সাইফুল ইসলাম ও রায়হান সাদ্দাম রানা, ছাত্রদল নেতা আকিব জাভেদসহ থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের প্রবীণ ও তরুণ নেতারা।

বক্তারা বলেন, “বিএনপি শুধু একটি দল নয়—এটি গণমানুষের মুক্তির,আন্দোলন।”তারা আরও দাবি করেন, চট্টগ্রামের প্রতিটি কেন্দ্র ও পাড়ায় এখন প্রস্তুতি চলছে ধানের শীষের পক্ষে জনমত গঠনের।

অন্যদিকে আগামী ১৪ নভেম্বর শুক্রবার বাদ মাগরিব দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় মাঠে বড় পরিসরের এক উঠান বৈঠক আয়োজনের প্রস্তুতি সভাও সম্পন্ন হয়েছে। ওই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে সম্ভাব্য সংসদ প্রার্থী ইসরাফিল খসরু এবং প্রধান আলোচক হিসেবে সাবেক কাউন্সিলর ও বিএনপি সভাপতি সারফরাজ কাদের রাসেল।

সভায় জানানো হয়, কেন্দ্রীয় ও মহানগর বিএনপির নির্দেশনা অনুযায়ী দলের যিনি মনোনয়ন পাবেন, তাকে বিজয়ী করার জন্য সর্বস্তরের নেতাকর্মী একযোগে কাজ করবে।

সাবেক ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান বলেন—“আমরা এখন আর দ্বিধায় নেই। দল যাকে মনোনয়ন দেবে, তাকেই জনগণের প্রতিনিধি হিসেবে জয়ী করতে সর্বশক্তি নিয়োগ করা হবে।”

এইসকল উঠান বৈঠক ও মতবিনিময় সভাগুলোয় তরুণ ও প্রবীণ নেতাদের সমন্বয়ে গড়ে উঠেছে নতুন উদ্দীপনা। নেতারা আশাবাদী—চট্টগ্রামের দক্ষিণ হালিশহর থেকে ধানের শীষের বিজয়ের শঙ্খধ্বনি এবার জোরে বাজবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট