1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে চেয়ারম্যান বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার, দুই ভাই গ্রেফতার আল আইন রাউজান ঐক্য পরিষদ সভাপতি আজগর চৌধুরীর মাতৃবিয়োগ : গিয়াস কাদের চৌধুরীর শোক প্রকাশ পাহাড়তলীতে সঙ্গীতম সাংস্কৃতিক একাডেমীর প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরষ্কার বিতরণী সাফল্যের গৌরবময় ২৫ বছরে শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির জয়তজয়ন্তী পালিত চট্টগ্রাম নগরীর যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে, চসিক মেয়র আনোয়ারায় বেড়িবাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন ভারী ট্রাক চলাচল বন্ধ ও নদীপথ ব্যবহারের আহ্বান এলাকাবাসীর ঢাকায় ব্যারিস্টার নাজির আহমদ এর দুটি গ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠিত এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উপদেষ্টা মনোনীত হলেন এডভোকেট মুহাম্মদ বরকত উল্লাহ খাঁন হারানো বিজ্ঞপ্তি পারিবারিক কলহে ইছামতি খালে ঝাঁপ দিলেন মা-মেয়ে, প্রাণ গেল ৮ বছরের শিশুর

বাঘাইছড়িতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • সময় বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১২৩ পঠিত

বাঘাইছড়ি প্রতিনিধি-

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে যুবদলের গৌরব ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (১২ নভেম্বর) বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উপজেলা ও পৌর শাখার আয়োজনে কাচালং ব্রিজ হতে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী মুক্ত মঞ্চে এসে আলোচনা সভায় মিলিত হয়।

‎উক্ত আলোচনা সভায় উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আবু বক্কর সিদ্দিক মামুন এবং পৌর যুবদলের সদস্য সচিব মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও ২৯৯নং রাঙ্গামাটি আসনের ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান।

‎এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, ৯ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনীত প্রার্থী মৈত্রী চাকমা, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্ট,জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড, সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির সহ-সভাপতি ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ মোঃ আলী বাবর,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শাকিল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ এস, এম, শফিউল আজম,জেলা বিএনপির যুগ্ম সাধারণ ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী সহ জেলা,উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

‎এছাড়া জেলা যুবদলের সহ-সভাপতি ও উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল সবুরের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ নুরুন্নবী নবী।

‎আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় যে অবদান রেখেছেন, তার আদর্শ থেকেই যুবদলের জন্ম। এই সংগঠন সবসময়ই দেশ, জাতি ও গণতন্ত্রের স্বার্থে কাজ করে এসেছে।
‎বক্তারা আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করা জরুরি। তারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচন হবে দেশের ভবিষ্যৎ গণতন্ত্র নির্ধারণের গুরুত্বপূর্ণ লড়াই। তাই সকল নেতাকর্মীকে ব্যক্তিগত মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে এবং জনগণের আস্থার ভিত্তিতে সংগঠনকে আরও সুসংগঠিত করতে হবে।


খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট