
স্বেচ্ছাসেবী রক্তদানভিত্তিক মানবিক সংগঠন জুনিয়র ব্লাড ফাউন্ডেশন ২০২০ সালের ১৩ই সেপ্টেম্বর প্রতিষ্ঠার পর থেকে রক্তস্বল্পতায় ভুগছে এমন মানুষের পাশে দাঁড়িয়ে দেশজুড়ে অসংখ্য মানবিক উদ্যোগে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে অল্প সময়ে সংগঠনটি তরুণদের মাঝে মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এ ধারাবাহিকতায় সংগঠনটি এবার পঞ্চম বর্ষে পদার্পণ করেছে।
পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে নির্বাচন ও শপথ গ্রহণ অনুষ্ঠিত
বার্ষিক কার্যক্রমের অংশ হিসেবে জুনিয়র ব্লাড ফাউন্ডেশন এবারও আয়োজন করে পঞ্চম বার্ষিক কার্যকরী কমিটির নির্বাচন। মনোনয়নপত্র গ্রহণ, যাচাই-বাছাই এবং অনলাইন ভোটগ্রহণসহ পুরো প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
নির্বাচন সফলভাবে শেষ হওয়ার পর গতকাল অনুষ্ঠিত হয় নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান।
শপথ গ্রহণের এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন জুনিয়র ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আবদুল্লাহ আল মাহমুদ।
অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দ মানবসেবার আদর্শকে ধারণ করে নতুন উদ্যমে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নতুন নেতৃত্ব—নতুন দিগন্ত
সুষ্ঠু ভোটগ্রহণ এবং শপথের মাধ্যমে ঘোষণা করা হয় জুনিয়র ব্লাড ফাউন্ডেশনের পঞ্চম বার্ষিক কার্যকরী কমিটি। নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, আগামী দিনে সংগঠনের মানবিক কর্মকাণ্ড আরও শক্তিশালী ও সমৃদ্ধ হবে।
পঞ্চম বার্ষিকী কার্যকরী কমিটি (২০২৫)
সভাপতি মীর সাজ্জাদ হোসেন, সহ-সভাপতি : মোঃওসমান গনি সাধারণ সম্পাদক এস. এম. গিয়াস উদ্দিন যুগ্ম-সাধারণ সম্পাদক খাদিজাতুল কোবরা নিশাত অর্থ সম্পাদক সৈয়দ মোঃ শিহাব হাছান সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম নাহিম
মানবসম্পদ সম্পাদক মোহাম্মদ আসিফুল হক নারী বিষয়ক সম্পাদক সামিয়া আক্তার আরিফা সহ-নারী বিষয়ক সম্পাদক শাবনাজ আক্তার সুমি তানহা আহমেদ,তথ্য, যোগাযোগ ও প্রচার সম্পাদক : মোঃ রণবীর আহম্মেদ, সংগঠনের আগামী পথচলার অঙ্গীকার নবনির্বাচিত সভাপতি মীর সাজ্জাদ হোসেন বলেন, “জুনিয়র ব্লাড ফাউন্ডেশন মানবিক সেবার এক নির্ভরযোগ্য নাম। আমরা আগামীতে রক্তদাতা বৃদ্ধির পাশাপাশি জরুরি মুহূর্তে মানুষের পাশে পৌঁছে যাওয়ার কার্যক্রম আরও সম্প্রসারিত করব।”
সাধারণ সম্পাদক এস. এম. গিয়াস উদ্দিন জানান,
“সংগঠনের কাঠামোগত উন্নয়ন, সদস্য প্রশিক্ষণ, ডিজিটাল সেবা বৃদ্ধি এবং মানবসেবার পরিধি বড় করাই হবে আমাদের মূল লক্ষ্য।”
সহ সভাপতি মোহাম্মদ ওসমান গনি বলেন, “আমাদের পরিবারে স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণ বৃদ্ধি, নিরাপদ রক্তদানের সচেতনতা এবং নতুন নেতৃত্বের প্রসারে আমরা বিশেষ উদ্যোগ গ্রহণ করব।”
মানবিক সেবায় আরও এগিয়ে যাবে জুনিয়র ব্লাড ফাউন্ডেশন রক্তদান ছাড়াও অসহায় মানুষের সহযোগিতা, রোগী সহায়তা, শীতবস্ত্র বিতরণ, সামাজিক সচেতনতা কর্মসূচি, মানবিক আড্ডা ও প্রশিক্ষণ কর্মশালা—সব ক্ষেত্রেই সংগঠনটির অবদান দিন দিন বিস্তৃত হচ্ছে।
নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সদস্যরা।
Leave a Reply