
আনোয়ার হোসেন
বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কোটা বৈষম্য ও নানা অনিয়মের অভিযোগ তুলে ৩৬ ঘণ্টার লাগাতার হরতালের ডাক দিয়েছে কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে শুক্রবার রাত পর্যন্ত।
হরতালের প্রথম দিন সকাল থেকেই রাঙ্গামাটি শহরের দোকানপাট সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকার পাশাপাশি উপজেলা অভিমুখে নৌযান চলাচলও স্থবির হয়ে পড়ে। বাঘাইছড়ি উপজেলায় হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে পিকেটিং করতে দেখা যায় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসীকে।
বিক্ষোভকারীদের অভিযোগ—নিয়োগ প্রক্রিয়ায় জাতিগত বৈষম্য করা হয়েছে এবং সরকার ঘোষিত কোটা সংরক্ষণ নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। এসব অনিয়মের জবাবদিহি ও নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতেই তারা এ হরতাল পালন করছেন।
সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। টহল জোরদার করা হলেও জরুরি সেবার যানবাহন হরতালের আওতার বাইরে রাখা হয়েছে। এখন পর্যন্ত কোনো সহিংস ঘটনার খবর পাওয়া যায়নি।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ন্যায্যতার দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা নেই। তারা অবিলম্বে বৈষম্যমূলক নিয়োগ প্রক্রিয়া বাতিল করে স্বচ্ছ তদন্তের মাধ্যমে নতুন করে শিক্ষক নিয়োগের দাবি জানান।
Leave a Reply