
গতকাল ২১ নভেম্বর, শুক্রবার বিকাল ৫ টায় প্রত্যয়ের ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে প্রকাশিত “আলোর সন্ধানে” স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রত্যয়ের সিনিয়র সদস্য নীহারিকা পাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব ও যাত্রাশিল্পী মিলন কান্তি দে, শিক্ষাবিদ ও সমাজচিন্তক অধ্যাপক আবু তৈয়ব, চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন এর নির্বাহী সদস্য ডা. এ কে এম নাসির উদ্দিন, পটিয়া সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদ, পটিয়া সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদ ১৪৩২ এর সদস্য সচিব ডা. সাখাওয়াত হোসেন হিরু, পটিয়া থিয়েটার এর সাধারণ সম্পাদক অধ্যাপক ভগীরৎ দাশ, পটিয়া প্রেসক্লাব সভাপতি আব্দুল হাকিম রানা, বাংলাদেশ ব্যাংক এর সহকারী পরিচালক সিরাজুল মোস্তাফা রাজু, পটিয়া কিন্ডারগার্ডেন এ্যাসোসিয়েশনের মহাসচিব আনোয়ার হোসেন, সংগীতশিল্পী ও সংগঠক প্রমোদ দাস, স্কুল শিক্ষক এরশাদ হোসাইন, সঙ্গীত শিল্পী শিবু মল্লিক, তবলা প্রশিক্ষক নিতাই পদ নাথ, চিত্রশিল্পী জয় শীল, নৃত্য শিল্পী হৈমন্তী দে প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির নির্বাহী সদস্য এস.এম. হারুনুর রশিদ।
অনুষ্ঠানের শুরুতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন প্রত্যয়ের নিবাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি।
নাট্যকার মিলন কান্তি দে বলেন, প্রত্যয় দীর্ঘ ১৫ বছর ধরে নানা প্রতিকূলতার মধ্যেও সাংস্কৃতিক চর্চা করে যাচ্ছে, যা সারা বাংলাদেশে অনুকরণীয়। একটি বাঙালি সংস্কৃতিমনা প্রজন্ম গড়ে তুলে হলে সারাদেশে সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নাই। অধ্যক্ষ আবু তৈয়ব বলেন, প্রত্যয়ের বর্ষপূর্তি স্মারক আলোর সন্ধানে সমাজ ও সংস্কৃতিসেবীদের আলোর পথ দেখাবে। মেধাবী ও সৃজনশীলতা চর্চার জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। প্রত্যয়ের নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি বলেন, প্রত্যয় ১৫ বছর পটিয়াতে শিশু কিশোরদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি নানান সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে প্রগতিশীল প্রজন্ম গড়ে তুলতে নিরবচ্ছিন্ন ভাবে কাজ করে যাচ্ছে। আলোচনা শেষে অতিথিরা আলোর সন্ধানে স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে প্রত্যয়ের শিক্ষার্থীরা দলীয় নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করেন।
Leave a Reply