1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে বে-টার্মিনাল প্রকল্প ভিজিটে বিশ্বব্যাংকের টিম চট্টগ্রাম বন্দরে মোহাম্মদ আলী: অধিকারহীন মানুষের পাশে দাঁড়ানো ছাড়া মানবাধিকার দিবস উদযাপন অর্থহীন অদম্য নারীরাই বদলে দিচ্ছেন সময়,চট্টগ্রামে বেগম রোকেয়া দিবসে সম্মাননা পেলেন চার আলোকিত জীবনযোদ্ধা সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের বিশ্ব মানবাধিকার দিবসের আলোচনা সভা: হিংসা বিদ্বেষ দূর হোক, সুন্দর পৃথিবী গড়ে উঠুক মানবাধিকার কত দূর অর্জন হলো? -লায়ন মোঃ আবু ছালেহ্ “অনিরাপদ রেল ভ্রমণ” চট্টগ্রাম -কক্সবাজার রেলওয়ের প্রতিটি স্টেশনে ছিনতাইকারীদের অভয়ারণ্যে -আলমগীর আলম গণঅধিকার পরিষদ- ৩নং পাঁচলাইশ ওয়ার্ড কমিটির অনুমোদন বাঘাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় বেগম রোকেয়া দিবস পালিত চট্টগ্রামে আধিপত্য বিস্তারের জেরে যুবককে কুপিয়ে হত্যা: ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চ.উ.ক কাজির দেউরী কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।

জোসেফের আলোয় আলোকময় গিটার সন্ধ্যা সম্পন্ন

  • সময় সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২৭ পঠিত

অরুণ নাথ :

জোসেফ্‌ হাওয়াইয়ান গিটার পরিষদের ৪১তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত গিটার সন্ধ্যা আলোয় আলোকময় গত ৬ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।পরিষদের সভাপতি দোলন কানুনগোর সভাপতিত্বে বর্ষপুর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন সুরাঙ্গন শিল্পী গোষ্ঠী চট্টগ্রামের পরিচালক প্রবীণ হাওয়াইয়ান গিটারশিল্পী শ্রী শ্যামল মিত্র।এতে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সম্পাদক অর্পন বড়ুয়া। অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পরিষদের উপদেষ্ঠা বাবুল কান্তি দে, প্রফেসর মাইনুর হাসান চৌধুরী, ডাঃ শ্রীপ্রকাশ বিশ্বাস, লায়ন জি.কে.লালা, ড.রনজিত কুমার চৌধুরী, অধ্যাপক ডাঃ উজ্জ্বল কান্তি দাশ, মোহাম্মদ মাহবু্বুর রহমান, সাংবাদিক মুস্তাফা নঈম ও রঞ্জিত কুমার সেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট বাচিকশিল্পী প্রবীর পাল। এতে দলীয় ও একক হাওয়াইন গিটার পরিবেশনায় ছিলেন সুচরিত দাশ, প্রবাল প্রবর নাথ,শতাব্দী মজুমদার ইমু, আইনুন নাহার, তাপস বিশ্বাস তপু, রাজীব সেন শিমুল,শর্মিষ্ঠা চৌধুরী,মিটন বিশ্বাস,বাপ্পী মজুমদার,শুভ দে,প্রলয় সাহা,বিভাষ সরকার,দোলন কানুনগো,অর্পন বড়ুয়া,বাবুল কান্তি দে প্রমুখ। অনুষ্ঠানে দলীয় নৃত্য পরিবেশন করেন বিশিষ্ট নৃত্যের গুরু প্রমা অবন্তী এর দল “ওড়িশী অ্যান্ড টেগোর ড্যান্স মুভমেন্ট সেন্টার চট্টগ্রাম”। যন্ত্রঅনুসঙ্গে ছিলেন দি সাউন্ড ভাইব্রেশন মিউজিশিয়ানস টিম, তবলায় সজীব বিশ্বাস, দোতারায় সুমন কুমার নাথ।

সভার শুরুতে বর্ষপুর্তিতে উপলক্ষে অতিথিবৃন্দ সমবেতভাবে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন। সভায় অতিথিবৃন্দরা বলেন এ যুগে সংগীত শুধু মনের বিকাশকে উন্নতি করে না, মানুষের চিকিৎসায় এই সঙ্গীতের ব্যবহার শুরু হয়েছে। দীর্ঘ ৪১ বৎসর ধরে এই সংগঠন হাওয়াইয়ান গিটারে সঙ্গীত চর্চা, প্রচার ও প্রসারে কাজ করে যাওয়া, যা সত্যি অসাধারণ। সঙ্গীতের এ মাধ্যমটির চর্চা আরো বেগবান ও বিকশিত করার আহবান জানানো হয়। অনুষ্ঠানে দর্শক-শ্রোতাদের উপস্হিতি ছিল চোখে পড়ার মতো সঙ্গীত প্রেমী দর্শক -শ্রোতারা মন্ত্রমুগ্ধের মতো পুরো অনুষ্ঠান উপভোগ করেন, সভাপতির বক্তব্যে শিল্পী দোলন কানুনগো বলেন সঙ্গীত প্রেমীদের ভালবাসায় আজ ৪১ তম বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করে নতুন প্রজন্মের কাছে সুরের বার্তা পৌঁছে দিচ্ছে জোসেফ গিটার পরিষদ। শ্রোতাদের ভালোবাসায় আরো অনেক দূর এগিয়ে যাবে উল্লেখ করেন। প্রানবন্ত জোসেফ এর গিটার সন্ধ্যা প্রশংসা করছেন শ্রোতারা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট