1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো প্রত্যয় সাংস্কৃতিক উৎসব সীতাকুণ্ডে আদর্শ ছাত্র ও যুব সমাজের সাপ্তাহব্যাপী ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান। সীতাকুণ্ডে ফুল উৎসবের উদ্বোধন ব্যারিস্টার নাজিরের প্রতিভা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: ভিসি পাটোয়ারী স্কটল্যান্ডে বাংলাদেশের কনসাল ড. ওয়ালী তছর উদ্দিনকে ইবিএফসিআই’র সংবর্ধনা প্রদান সীতাকুণ্ডে গলায় ফাঁস দিয়ে গৃহকর্তার আত্মহত্যা সীতাকুণ্ডে উৎসবে থাকবে ১৪৫ প্রকারের ফুল – জেলা প্রশাসক কক্সবাজারে শতাধিক মাদ্রাসার ছাত্রদের বিনামূল্যে ডেন্টাল চেকআপ। চট্টগ্রা‌মে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ক‌রে‌ছে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাশা, ভূমিকা ও চ্যালেঞ্জ। -আলমগীর আলম

চট্টগ্রা‌মে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ক‌রে‌ছে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

  • সময় বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৪৪ পঠিত

শ‌হিদুল ইসলাম, প্রতি‌বেদক:

বাংলা‌দে‌শের মান‌বিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী মিয়া চৌধুরী-বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু জাফর চৌধুরী ট্রাস্ট-এর সহযোগিতায় জাহাজী শ্রমিক ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

৮ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার সদরঘাটস্থ মাঝিরঘাট চট্টগ্রাম লাইটারস শ্রমিক ফেডারেশনের বিভাগীয় কার্যালয়ে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মানবিক পুলিশ মোহাম্মদ মিজানুর রহমান।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের বিভাগীয় সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী মিয়া চৌধুরী-বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী ট্রাস্টের চেয়ারম্যান মোঃ নুরুল হুদা চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে নদীতে থাকা জাহাজী শ্রমিক ও এতিমদের দুর্ভোগ সবচেয়ে বেশি। সামাজিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ও বীর মুক্তিযোদ্ধা মো. আলী মিয়া চৌধুরী-বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী ট্রাস্টের এই মানবিক উদ্যোগ শীতার্ত এসব মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে।

ভবিষ্যতে এ ধরনের সামাজিক দায়বদ্ধমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। শীতবস্ত্র পেয়ে জাহাজী শ্রমিক ও এতিমদের মাঝে হাসি ফুটে উঠে। তারা অনুভূতি জানাতে গিয়ে জানান, এই হাঁড়কাঁপানো বয়ে যাওয়া শৈত্যপ্রবাহে আমাদের পাশে দাঁড়ানোয় আমরা আনন্দিত।

বক্তারা আরো বলেন, সমাজের যেকোনো কর্মকে যদি গুরুত্বারোপ করা হয়, তাহলে আমাদের দেশে ধনী-গরিব বৈষম্য থাকবে না। বিত্তশালীরা যদি এসব সামাজিক সংগঠনের কাজে এগিয়ে আসে, তাহলে বৈরী দুর্যোগের সময় খেটে খাওয়া মানুষগুলো কষ্ট থেকে রক্ষা পাবে।

গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য সচিব ও সাংবাদিক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব ফারজানা আফরোজ, জান্নাতুল ইসলাম বৃষ্টি, মো. আব্দুল মোমেন, আমিনুল হক, নাদিয়া সুলতানা, সাংবাদিক নজীব চৌধুরী, গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের বৈজ্ঞানিক সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরান, চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন তালুকদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন জসীম উদ্দিন, মোঃ ইয়াছিন ভূঁইয়া, হাফেজ মোহাম্মদ ইসমাইল, মোঃ ইয়াহিয়া খান কুতুবী, মোঃ জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন, খলিল সিকদার প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট