1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাহাড়তলীতে সঙ্গীতম সাংস্কৃতিক একাডেমীর প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরষ্কার বিতরণী সাফল্যের গৌরবময় ২৫ বছরে শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির জয়তজয়ন্তী পালিত চট্টগ্রাম নগরীর যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে, চসিক মেয়র আনোয়ারায় বেড়িবাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন ভারী ট্রাক চলাচল বন্ধ ও নদীপথ ব্যবহারের আহ্বান এলাকাবাসীর ঢাকায় ব্যারিস্টার নাজির আহমদ এর দুটি গ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠিত এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উপদেষ্টা মনোনীত হলেন এডভোকেট মুহাম্মদ বরকত উল্লাহ খাঁন হারানো বিজ্ঞপ্তি পারিবারিক কলহে ইছামতি খালে ঝাঁপ দিলেন মা-মেয়ে, প্রাণ গেল ৮ বছরের শিশুর চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলার চার্জ গঠন ১৯ জানুয়ারি ধোঁয়াশা কেটেছে,গ্রেপ্তার সিএমপির শীর্ষ সন্ত্রাসী বার্মা সাইফুলকে অবশেষে সামনে আনলো পুলিশ

চট্টগ্রাম নগরীর যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে, চসিক মেয়র

  • সময় শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৩০ পঠিত

 

মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি আরব কনস্ট্রাকশন কোম্পানি জার্মান প্রযুক্তি ব্যবহার করে মনোরেল প্রকল্প বাস্তবায়ন করবে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মানসম্মত ও টেকসই সড়ক নির্মাণে কোনো ধরনের অনিয়ম বা কারচুপি সহ্য করা হবে না। চসিকের প্রকৌশলী ও ঠিকাদারদের কাজের মান নিশ্চিত করার পাশাপাশি এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের উন্নয়নকাজ তদারকিতে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
বৃহস্পতিবার নগরীর ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের জাম্বুরি মাঠ সংলগ্ন সড়কের সংস্কার কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় মেয়র চলমান সড়ক সংস্কার কাজের অগ্রগতি ও মান সম্পর্কে সংশ্লিষ্ট প্রকৌশলীদের কাছ থেকে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে চসিকের প্রকৌশল ও পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামবাসীর জন্য একটি সুখবর রয়েছে। নগরীর ৫০টি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণের টেন্ডার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। পাশাপাশি নগরীতে মনোরেল চালুর বিষয়েও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি আরব কনস্ট্রাকশন কোম্পানি জার্মান প্রযুক্তি ব্যবহার করে এ প্রকল্প বাস্তবায়ন করবে।
তিনি আরও জানান, প্রায় আড়াই হাজার কোটি টাকার একটি বৃহৎ প্রকল্পের মাধ্যমে চট্টগ্রাম শহরের সার্বিক যোগাযোগ ব্যবস্থায় আধুনিক ও টেকসই পরিবর্তন আনা হচ্ছে। নতুন সড়ক নির্মাণ ও পুরাতন সড়কগুলোর পরিকল্পিত সংস্কারের মাধ্যমে নগরবাসীর চলাচল আরও সহজ ও গতিশীল করা হবে।
সড়ক সংস্কার প্রসঙ্গে মেয়র বলেন, নগরীর প্রতিটি সড়ক পরিকল্পিতভাবে সংস্কার করা হচ্ছে, যাতে দীর্ঘদিন টেকসই থাকে এবং নাগরিকরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট