
রাউজান উপজেলাধীন নোয়াজিষপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম জহুরুল হক চৌধুরী (পোষ্ট মাষ্টার) এর সহধর্মিনী এবং সংযুক্ত আরব আমিরাত বিএনপির অন্যতম নেতা ও রাউজান প্রবাসী ঐক্য পরিষদ ইউএই’র প্রাদেশিক সিটি আল আইন শাখার সভাপতি মুহাম্মদ আজগর চৌধুরীর মহিয়সী আম্মা আমেনা বেগম
১৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সময় উনার বয়স ছিল ৮৫ বছর। মৃত্যু কালে মরহুমা ৪ছেলে, ৩মেয়ে ও নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। পারিবারিক সূত্র মতে, আজ (শুক্রবার) বাদে জুমা স্থানীয় নতুন হাট সংলগ্ন আবুল হোসেন চৌধুরী বাড়ির জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার জানাযা অনুষ্টিত হবে।
মরহুমা আমেনা বেগম এর মৃত্যুতে বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক সাংসদ ও চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে ধানের শীর্ষ প্রতীকে দলের মনোনীত প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোক বার্তায় আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, মরহুম জহুরুল হক চৌধুরীর সহধর্মিনী ছিলেন জাতীয়বাদী আদর্শের একজন মহিয়সী নারী। সমাজ বিনির্মানে মরহুম স্বামীকে সাহস যুগিয়েছেন তিনি। সন্তান-সন্তুতিদের ইসলামী জাতীয়তাবাদের আদর্শে গড়ে তুলতে অনন্যা ভুমিকা পালন করেছেন মরহুমা বেগম জহরুল হক চৌধুরী। সমাজে তাদের অবদান চিরস্মরনীয় হয়ে থাকবে। আমি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
প্রবাসী বিএনপি নেতা মুহাম্মদ আজগর চৌধুরীর মাতৃবিয়োগে রাউজান উপজেলা বিএনপি, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বিএনপি, বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম ও রাউজান ঐক্য পরিষদের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে নেতৃবৃন্দ পৃথক পৃথক বার্তায় শোক প্রকাশ করেছেন।
Leave a Reply