1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১০ মে ২০২৫, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
মুস্তাফা জামান আব্বাসী আর নেই আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ: মোস্তাক আহমেদ খাঁন বোয়ালখালীতে স্প্রীডফাস্ট কুরিয়ার সার্ভিসের যাত্রা শুরু দক্ষিণ জেলা বি এন পি সাবেক সিনিয়র সদস্য গাফ্ফার চৌধুরীর স্মরনে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ১১ বছরের মেয়েকে ধর্ষণের চেষ্টায় আটক সৎ পিতা প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির পক্ষ থেকে উদযাপিত হলো রবীন্দ্র জয়ন্তী। নাইক্ষ্যংছড়িতে পুলিশের ডেবিল হান্ট অভিযানে আটক- ২ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার ব্যানারে বাইশারীতে উত্তাল বিক্ষোভ বাঘাইছড়িতে পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের যুদ্ধ বন্ধের আহ্বান

লোহাগাড়ায় ঐতিহাসিক শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্টিত

  • সময় সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৪৩ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

৩ সেপ্টেম্বর-২১ জুমাবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়ার ঐতিহ্যবাহী সংগঠন- হযরত ইমাম হাসান হোসাইন রাদ্বি: একতা সংঘের ব্যবস্থাপনায় পবিত্র মহররম, আশুরা ও আহলে বায়তে রাসুল এবং শোহদায়ে কারবালার স্মরণে এলাকাবাসীর উদ্যোগে ২য় বারের মত ‘ঐতিহাসিক শাহাদাতে কারবালা মাহফিল ও এই উপলক্ষে ফ্রী রক্ত গ্রুপ নির্ণয় ক্যাম্প ছগিরাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে -একতা সংঘের সম্মানিত উপদেষ্টা, চট্টগ্রামস্থ তাজুল ইসলাম হাই স্কুলের হেড মাওলানা’ ও আল্লামা গাজী আব্দুস সবুর সিদ্দিকী রাহঃ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট আলেমেদ্বীন, শিক্ষানুরাগী হযরতুল্লামা মুহাম্মদ জসিমুদ্দীন আলকাদেরীর সভাপতিত্বে শুক্রবার বাদে মাগরিব হতো অনুষ্ঠিত হয়েছে।

একতা সংঘের সহ-গ্রন্থগার সম্পাদক ওয়াহিদুল ইসলাম ও হাফেজ নেজামুদদীনের পবিত্র কুরআন মজিদ তেলাওয়াত ও বিশিষ্ট নাত খাঁ শায়ের মুহাম্মদ আব্দুর রহমানের হামদ্ ও নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া মাহফিলে স্বাগত বক্তব্য প্রদান করেন-প্রতিষ্টাতা ও সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন।

এতে প্রধান বক্তা হিসেবে চট্টগ্রাম শাহচাঁন্দ আউলিয়া কামিল মাদরাসার আরবী প্রভাষক হযরতুল্লামা মুহাম্মদ মিশকাতুল ইসলাম আলকাদেরী, বিশেষ ওয়ায়েজ -সূফি ফতেহ আলী ওয়ায়েসী মাদরাসার আরবী প্রভাষক- হযরত মাওলানা মুহাম্মদ এহসানুল হক কাদেরী, ছগিরাপাড়া জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ মাহমুদুল হক সাহেব তকরির পেশ করেন।

বক্তারা বলেন-৬১ হিজরীতে কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীর হাতে নবীজীর দৌহিত্র হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু অানহুসহ ৭২/৮৩ জনের শাহাদাতের মাধ্যমে পাপিষ্ট ইয়াজিদের নগ্ন হাত থেকে দ্বীন-ইসলামকে রক্ষা করেছেন।
তাই সামাজিক ও ব্যক্তিজীবনে সদা সত্য,ন্যায়ের পথে অটল থাকা এবং অবিচার, শোষন, অত্যাচার ও অত্যাচারীর বিপক্ষে প্রতিবাদ করাই কারবালার শিক্ষা।
দুঃখের বিষয় হলো, বর্তমানে কিছু নামধারী মওলভী জালিম-পাপিষ্ট ইয়াজিদকে নির্দোষ প্রমাণে মরিয়া হয়ে তার পক্ষে সাফাই গাইছে! অথচ ইয়াজিদ একজন বর্বর,জালিম, অত্যাচারী ও নাফরমান ছিলো।
তাই ইয়াজিদের পক্ষাবলম্বন করা আলেম নামধারীদের ব্যাপারে সজাগ থাকার জন্য সরলমনা মুসলিম মিল্লাতের প্রতি আহবান জানানো হয়।

আরো উপস্থিত ছিলেন একতা সংঘের সিনিয়র সহ-সভাপতি মাওলানা এনামুল হক, মাওলানা তাওহীদুল ইসলাম,সহ-সভাপতি মাওলানা এহেসান উদ্দিন কাদেরী, জেনারেল সেক্রেটারি সাজরিল আওয়াল শিফাইন, সাংগঠনিক সম্পাদক মিযানুর রহমান, অর্থ-সম্পাদক কায়দে আযম সাকিব, গ্রন্থাগার-সম্পাদক আব্দুল্লাহ আফনান, পরিকল্পনা-সম্পাদক মুহাম্মদ রাকিব, দপ্তর-সম্পাদক আবু হুরায়রা শাইয়ুন, তানজিলুর রহমান জিয়াদ, রিদওয়ানুল হক, ফরহাত হোসেন সাকিব,আরমানুল হক,ফাহিম, মুহাম্মদ সাকিব, মিনহাজ, তারেক , সায়নান
মাহমুদ সাদ, জুহাইর, জাঈম প্রমুখ।

পরিশেষে সালাত ও সালাম,মিলাদ-কিয়ামের মাধ্যমে দেশে ও জাতির কল্যাণ এবং মহামারী করোনা ভাইরাস হতে মুক্তিকামনা করে দোয়া-মুনাজাত ও তাবরুক বিতরণের মধ্য দিয়ে মাহফিল সমাপ্ত হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট