পলাশ সেনঃ
চট্টগ্রাম কন্টেনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের মেডিকেল কলেজ হাসপাতালে আজ সন্ধ্যায় দেখতে যান সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। তিনি বার্ণ ইউনিটসহ বিভিন্ন ওয়ার্ডে দূর্ঘটনা কবলিত রোগী ও তাদের আত্মিয় স্বজনদের সাথে কথা বলেন ও তাদের চিকিৎসার খোঁজ নেন। মেয়র মেডিকেলের ডাক্তাদের কাছে চিকিৎসার বিষয়ে জানতে চান এবং প্রয়োজনীয় ঔষুধ, স্যালইন, গজ, ব্যান্ডেজ, রক্তসহ যাবতীয় সকল কিছু তাঁর পক্ষ থেকে ব্যবস্থা করা হবে জানান। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং নিহতদের রুহের মাগফেরাত কামনাসহ তাদের পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান। উল্লেখ্য এই দূর্ঘটনার খবর পেয়ে গতকাল রাতেও মেয়র মেডিকেল ছুটে যান। সে সময় মেয়রের সাথে ছিলেন ওয়ার্ড কাউন্সিল কাজী নুরুল আমিন, আবুল হাসনাত বেলাল, নুর মোস্তফা টিনু, ডা. শেখ শফিউল আজম, ডা. সেলিম আকতার চৌধুরী, ডা. মো. ফয়জাল কবির রজার্স কবির, অধ্যাক মাসুম চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবু প্রমুখ।
Leave a Reply