নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের আনোয়ারায় উত্তর ইছাখালী শীল পাড়া শ্রী শ্রী শিব ঠাকুর ও শীতলা মায়ের মন্দিরের বাৎসরিক মহোৎসব উপলক্ষ্যে ২ দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি অষ্টপ্রহর ব্যাপী মহোৎসব ও নাম সংকীর্তন সম্পন্ন হয়েছে । বিশ্বমানবতার কল্যাণে প্রতিবছরের ন্যায় এবারও ৩০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর দুইদিন ব্যাপী নানান ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি ধর্মীয় মহা সম্মেলন, অধিবাস কীর্তন, অষ্টপ্রহর ব্যাপী নামসংকীত্তন, বস্তু বিতরণ, গুনীজন সংবর্ধনা ও মহা প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। নামসংকীর্ত্তনে দেশের বিশিষ্ট কীর্তনীয়া দল গুলি নামসুধা বিতরনে অংশগ্রহণ করেন।
এতে উপজেলার প্রত্যান্ত এলাকা থেকে কয়েক হাজার ভক্তের সমাবেশ ঘটে। মহোৎসব উপলক্ষে উৎসব প্রাঙ্গণে গ্রামীন মেলার পসরা বসে।
অশোক শীলের সভাপতিত্বে ও সাংবাদিক সুশান্ত শীলের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুগ্রীব মজুমদার দোলন, শ্রী শ্রী রাধামাধব মন্দিরের পরিচালক শ্রী অপূর্ব মনোহর দাস ব্রম্মচারী, শ্রী প্রণব দাশগুপ্ত, চন্দন দাশ,অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, শ্রী অজিত কুমার শীল,সাংবাদিক সুজিত দাশ,উত্তম চক্রবর্তী, চান হরি মন্ডল, নিউটন সরকার, সাংবাদিক রুপন দত্ত, শিক্ষক রতন শীল,ইউপি সদস্য আবু মোহাম্মদ ফয়েজ,অবিকল দাশগুপ্ত সহ অনেক গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
Leave a Reply