বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাকোলিয়া থানা দিন বউবাজার পোড়া কলোনি এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসা অসামাজিক কার্যকলাপ ও কিশোর গ্যাং এর নেতৃত্বদানকারী মকবুলের অত্যাচার চাঁদাবাজির কারণে অসহায় হয়ে পড়েছে বউবাজার পোরা কলোনির বাসিন্দারা।
সরেজমিন ঘুরে স্থানীয় এলাকাবাসী ও দক্ষিণ বাকলিয়া বউবাজার এরিয়া-২ ল্যান্ড অনার্স এসোসিয়েশনের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায় দীর্ঘদিন ধরে অত্র এলাকায় মাদক ইয়াবা ব্যবসায়ী ও পুলিশের সোর্স নামধারী মকবুল হোসেন পিতা মরহুম,পিতা বাচ্চু মিয়া তাহের কলোনি ও মোহাম্মদ এরশাদ, রফিক কলোনি, মোহাম্মদ ইউনুস, বাহাদুর কলোনি, নজুমিয়া,জাহাঙ্গীর কলোনি রুবি বেগম আমির হোসেন কলোনি। সঙ্ঘবদ্ধ হয়ে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক, চাঁদাবাজি, অসামাজিক কার্যকলাপ ও কিশোর গ্যাং দিয়ে এলাকাবাসীকে হয়রানির করে যাচ্ছে এই ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি পুলিশ প্রশাসন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলেও তেমন কোন পরিবর্তন পরিলক্ষিত হয়নি।
বৃহস্পতিবার ১ জুন উক্ত মাদক ব্যবসায়ী মকবুল কে তাহের কলোনির ভাড়া বাসা থেকে সরে যেতে বললে সে তার সাঙ্গ পাঙ্গদের নিয়ে উক্ত কলোনির বাড়ির মালিক কে অতর্কিত হামলা করে এসময় আশেপাশের লোক ছুটে আসলে তাদের উপর হামলা চালানো হয় এ ব্যাপারে বাকলিয়া থানা মামলা হলেও আসামি ও সহযোগীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। এই নিয়ে এলাকাবাসী আতঙ্কে দিন যাপন করছে।
Leave a Reply