প্রেস বিজ্ঞপ্তিঃ
জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৪ এ নাইক্ষ্যছড়ি উপজেলা পর্যায় (কলেজ) শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত এ বি এম মুজাহিদুল ইসলাম। তিনি হাজী এম এ কালাম সরকারি কলেজ নাইক্ষ্যংছড়ি,বান্দরবান এর অর্থনীতি বিভাগের প্রভাষক। মুজাহিদুল ইসলাম বাতেন রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সভ্রান্ত পরিবারের কনিষ্ঠ ছেলে। তার পরিবারে বাবার উত্তরসূরী হিসেবে চার ছেলে সবাই শিক্ষকতা পেশায় কর্মরত। তার বাবা ছিলেন একজন আর্দশ শিক্ষক। বড় ভাই চট্টগ্রাম ক্যান্টনমেন্টের কলেজের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান, মেঝো ভাই কাচালং দাখিল মাদরাসার সম্মানিত সুপার মাওলানা মোহাম্মদ ওমর ফারুক, সেজো ভাই ভূয়াছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা আব্দুল মতিন।
বাবার আদর্শে বড় হওয়া মুজাহিদ সবসময় চেষ্টা করেন পরিশ্রমের মাধ্যমে নিজেকে এগিয়ে রাখতে । তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মেধাবী শিক্ষার্থী ছিলেন, তিনি শিক্ষা জীবনে সকল পরীক্ষায় ১ম শ্রেণি অর্জন করে সফল্যের দ্বারা অব্যহত রাখেন। তার এ সফলতায় সকল শিক্ষক শিক্ষার্থীরা আনন্দিত ও উচ্ছ্বসিত হয়েছে। ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় রাখতে চেষ্টা অব্যহত থাকবে বলে তিনি জানান।
Leave a Reply