আজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম এর উপপরিচালক জনাব Humayun Kabir Khondakar এর সার্বিক নির্দেশনায় এবং পরিদর্শক জনাব এস এম আলম খান এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, চট্টগ্রাম এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী (সিএমপি) থানাধীন কাজীর দেউরী নুর আহমদ সড়ক এলাকায় ১,০০০ (এক হাজার) পিস ইয়াবা সহ যশোর পাচারের পথে ০১ জনকে গ্রেফতার করে ০১ টি নিয়মিত মামলা দায়ের করা হয়। সে যশোরের উদ্দেশ্যে ইয়াবাগুলো ট্রানজিট করতেছিলো। ইতিপূর্বেও সে ইয়াবা পাচারে জড়িত ছিলো।
(১) মোঃ মহিনুর রহমান (৫০)(গ্রেফতার), পিতাঃ মৃত শাহাজাহান সরদার, মাতাঃ মোছাঃ রেবেকা বেগম, স্ত্রীঃ মাজেদা বেগম, স্থায়ী ও বর্তমান সাংঃ গোড়পাড়া, সরদার পাড়া, ওয়ার্ড নং-০২, ১১ নং নিজামপুর ইউনিয়ন পরিষদ, থানাঃ শার্শা, জেলাঃ যশোর। তাকে সকাল প্রায় ০৯ঃ১৫ ঘটিকায় ১,০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে নিয়মিত মামলা দায়ের করা হয়।
Leave a Reply