চট্টগ্রামের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার গুণগত মান ঠিক রাখার জন্য সবসময় নিয়োগ পরীক্ষার মাধ্যমে শূন্য পদে যোগ্য ও মেধাবী শিক্ষকদের নিয়োগ প্রদান করে থাকেন। তারই ধারাবাহিকতায় ১৭ ডিসেম্বর ২০২১ শুক্রবার শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষায় প্রায় চারশ এর কাছাকাছি নিয়োগ প্রত্যাশী অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে লিখিত, মৌখিক ও ডেমো ক্লাসের মাধ্যমে চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর মোহাম্মদ আজম আমাদেরকে জানান। নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার জন্য প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর আলী হোছাইনকে নিয়োগ কমিটির প্রধান, বেপজা কলেজের সহকারি অধ্যাপক আব্দুল মোমেনকে সহকারি প্রধান (১), কাপাসগোলা মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক সাইফুল ইসলামকে সহকারি প্রধান (২), হাজেরা তজু ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (হিসাববিজ্ঞান) ইমতিয়াজ উদ্দিন আহমদ চৌধুরীকে সহকারি প্রধান (৩) প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ওসমান সরওয়ার ও কো-অর-ডিনেটর মোঃ আজমকে সদস্য করে ৬ সদস্য বিশিষ্ট নিয়োগ কমিটি গঠন করা হয়। প্রতিষ্ঠানটি সবক্ষেত্রে শিক্ষার মান ও পরিবেশ বজায় রেখে দীর্ঘ ১৪ বছর ধরে সফলতার সাথে লেখাপড়া, খেলাধুলা ও সাংস্কৃতিক বিকাশে অসামন্য অবদান রেখে যাচ্ছে।
Leave a Reply