শিক্ষা ডেস্কঃ
২৭ মার্চ (শনিবার) চট্টগ্রামের অন্যতম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজে মুজিব শতবর্ষ ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে অনলাইনে ছড়া বলা, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শিক্ষিকা তাসনোভা তাহরিন এর সঞ্চালনায়, অধ্যক্ষ প্রফেসর আলী হোছাইন এর সভাপতিত্বে স্কুলের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, সমাজসেবক আব্দুল হান্নান চৌধুরী, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নাট্যকার সজল চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নুর মোহম্মদ রানা (সাংবাদিক), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু হেনা খোকন, (সাংবাদিক) আবু সুফিয়ান (ব্যাংকার), জাফর ইকবাল (মানবাধিকার কর্মী), হুমায়ুন কবির রোকন (রাজনীতিবীদ ও সমাজসেবক), এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান সরওয়ার প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন ছিলেন অত্র স্কুলের শিক্ষক মো: ইউনূস, সালেহা আক্তার,তাসনোভা তাহরিন, জোয়াইরা হক, সাইফুল ইসলাম, মোহাম্মদ শাহিন, মোহাম্মদ শাহাদাত হোছাইন জয়নাব বেগম। বক্তারা করোনাকালীন ক্রান্তিকাল সময়ে অনলাইনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সুপ্ত মেধা বিকাশের এ উদ্যোগের জন্য প্রতিষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন এবং চট্টগ্রামের অন্যতম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত করেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এশিয়ান আবাসিক স্কুল এন্ড কলেজ