নামাজ
-শফি খান
নামাজ পৃথিবীর শ্রেষ্ঠ মহৌষধ
পবিত্র কুরআনের বাণী,
কায়েম করো দুর হবে সব
মানসিক পেরেশানি।
নামাজ পড় পাঁচ ওয়াক্ত
নামাজ উত্তম ব্যায়াম,
একাল সেকাল দুই কালেতে
নিশ্চিত সফলকাম।
নামাজ পড় অর্জন কর
খোদা তায়ালার ভয়,
অন্ধকার কবর তোমার
হবে আলোকিত ময়।
নামাজ বেহেশতের চাবি
নেক আমল করি ভারি,
নইলে কঠিন বিচার দিনে
অনবদ্য আহাজারি।
নামাজ পড়ি প্রার্থনা করি
চাই পাপের পানাহার,
নামাজ সেদিন খুলে দিবে
অনন্ত কালের রুদ্রদ্বার।
Leave a Reply