ভালোবাসা
-তাসমিয়া তহুরা
আমার অবলুপ্ত ভালোবাসা ফিরিয়ে দাও।
নগ্ন প্রকৃতির আকাশ ভরা তারায় পৌঁছে যাক মুক্ত কবিতা।
ছড়িয়ে দাও আমার মনের অন্তস্থলে তোমার সবটুকু ভালোবাসা।
ভালোবাসার বিশুদ্ধতার ছন্দে
নির্মোহ জলরাশিকেও জানিয়ে দাও
যেখানে নেই কোন হানাহানি,এমনকি কোন যন্ত্রণার অঙ্কুর।
সবুজে ঘেরা মাটির পৃথিবী যেমনটা নিতান্তই আমার ঠিক তেমনি করে
আমিও যে তোমার,জানিয়ে দিও।
ভালোবাসার নির্বাসনের অবসান ঘটিয়ে ইতিহাসে আখেরি চিহ্ন এঁকে যেও,
শুধু আমায় ভালোবেসে।
এ আমার করুণ মিনতি!
তোমার আমার মাঝখানে সমস্ত বিশ্বাস-অবিশ্বাসের গরল মন্থন করে ভালোবাসার অকৃত্রিমতায় ছুঁয়ে দিও বিধাতার শ্রেষ্ঠ উপহার।
Leave a Reply