চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে বাংলাদেশের জাতীয় কবি,চির বিদ্রোহ ও সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্ম জয়ন্তীতে ” গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছুই নাই,নহে কিছু মহিয়ান” শীর্ষক সাহিত্য সন্ধ্যা গতকাল ২৪মে সোমবার রাতে ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এতে আলোচনা,গান ও অাবৃত্তিতে অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গের কবি রাজীব ঘাঁটি, সংগঠনের সভাপতি শিক্ষক বাবুল কান্তি দাশ, শিক্ষক বিজয় শংকর চৌধুরী, আসিফ ইকবাল, উপদেষ্ঠা সুজিত কুমার দাশ, সঙ্গীতশিল্পী লুপর্ণা মুৎসূদ্দী লোপা, সঙ্গীতশিল্পী,সঙ্গীতা চৌধুরী,সঙ্গীতশিল্পীকাকলী দাশ গুপ্তা,মণীষা দাশ বৃষ্টি, লিয়াকত হোসেন,সাফাত বিন সানাউল্লাহ,আবৃত্তিশিল্পী সোমা মুৎসুদ্দী, সুমন চৌধুরী, হৃদয় দে, সুর্য মূৎসূদ্দী কিৎসুক প্রমুখ। সভায় বক্তারা বলেন
সাম্যবাদের কবি,জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’র সাহিত্য কর্ম ধর্ম বর্ণে নয়,প্রকৃত মানুষ হয়ে উঠার দলিল।কবির প্রেম আর বিদ্রোহ আমাদের যাপিত জীবনকে পরিশীলিত ও উজ্জীবিত করার নিত্য সাথিয়া।মানবিক মানুষ হয়ে উঠার সুর তাঁরই সংগীতে।বিভেদ বৈষম্যের অর্গল ভেঙ্গে সংস্কার মুক্তির স্পৃহা নজরুলের কবিতা চিরকালিন।
Leave a Reply