নুরুল আজমঃ
নগরীর আমবাগান ফুটপাতে চুল-দাড়ি কেটে সংসার চালান আফজাল মিয়া। এখন আর তেমন কেউ নতুন করে এ পেশায় আসছে না বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ। বেছে নিচ্ছে ভিন্ন পেশা। যাদের অর্থ-বিত্ত আছে তারা শহরের শপিং মলগুলো বড় বড় সেলুন করছে।আফজাল মিয়া বলেন বর্তমান বাজারের দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির সাথে চলতে পারছিনা। ১৫০ থেকে ২০০ টাকার কাজ করে নূন আনতে পান্থা ফুরায় অবস্থা। বয়সের শেষ সময়ে চলে এসেছি অন্য কোন কাজও করতে পারিনা। তাই বাধ্য হয়ে ফুটপাতে চুল কাটি।তিনি আরও বলেন, মানুষ সৌখিন হয়ে গেছে এখন আর এভাবে নিচেই বসে চুল কাটাতে চাই না। তারা এসি সেলুনে চেয়ারে বসে চুল কাটায় সেভ করে। দিন দিন আমাদের আয় কমে যাচ্ছে বলেও জানান তিনি।চুল কাটাতে আসা এক রিক্সা ড্রাইভার বলেন, আমরা গরীব মানুষ আমরা বড় বড় সেলুনে গিয়ে চুল কাটাতে পারি না ৫০-১০০ টাকা খরচ করে তাই এভাবে নিচেই বসে অল্প টাকায় চুল কাটাই। রিকশাচালক আরও বলেন ফুটপাতে চুল কাটাতে ২০ টাকা দিলে হবে কিন্তু বড় দোকানে গেলে ৪০ টাকা দিতে হবে ।
Leave a Reply