নগর প্রতিনিধি, চট্টগ্রাম:
বন্দর নগরী চট্টগ্রামের খুলশী থানাধীন তুলাতুলী এলাকায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়। ধর্ষিতা রিয়া’র (ছদ্মনাম) মা নগরীর একটি পোশাক শিল্প কারখানায় চাকরি করে। ডিউটি শেষ করে বাসায় ফিরতে ফিরতে রাত বেজে যায় প্রায় ১০ টা।
সেই সুযোগকে কাজে লাগাতে ধীরে ধীরে রিয়াকে প্রেমের জালে ফেলতে থাকে আটককৃত ১নং আসামী মোঃ আলাউদ্দিন। বৃহস্পতিবার পহেলা জুলাই ধর্ষনকারিরা মেয়েটির বাসার পাশেই আড্ডা দিতে থাকে। রাত আনুমানিক সাড়ে ৭ টার দিকে সেই মেয়েকে সম্পর্কের ফাদে ফেলে নিয়ে যায় খুলশীথানাধীন তুলাতলি আবু হুরাইয়া মাদ্রাসার উত্তর পাশে নির্জন পাহারের একটি খালি যায়গায়।
সেখানে আলাউদ্দিনের সাথে আরোও মিলিত হয় তার অপর দুই বন্ধু মোঃ শাকিল আহমেদ ও শফিকুল ইসলাম। এরপর তিন বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণ করতে থাকে পঞ্চম শ্রেণীর ছাত্রী রিয়াকে, মেয়ের চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে দেখতে যায় স্থানীয় এক ব্যক্তি, স্থানীয় ব্যাক্তিটিকে দেখে ফেলায় তাকেও প্রাণ নাশের হুমকি প্রদান করে ধর্ষনকারিরা।
মেয়েটি ধর্ষিত হওয়ার পর বাসায় গিয়ে তার মাকে বিষয়টি জানালে, রিয়া’র মা স্থানীয় প্রত্যক্ষদর্শী ব্যাক্তিকে সাথে নিয়ে সিএমপি’র খুলশী থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ ব্যাপক অভিযান পরিচালনা করে গতকাল রাত আনুমানিক ৮ টার দিকে ১.মোঃআলাউদ্দিন, ২.মোঃশাকিল আহমেদ, ও ৩.মোঃ শফিকুল ইসলাম শফিক নামের সেই ৩ জন আসামীকে কে আটক করতে সক্ষম হয়।
এই বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, “ঘটনার প্রাথমিক সত্যতা জানা গেছে এবং তাদের বিরোদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।”
Leave a Reply