আব্দুল সাত্তার টিটু, চট্টগ্রামঃ
কর্মী সংগ্রহ নিয়ে কথা কাটাকাটির জেরে চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক গ্রুপের অনুসারীদের অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে সভাপতি মাহমুদুল করিম ও সাধারণ সম্পাদক সুভাষ মল্লিকের গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন- আরমান, ওয়াহিদুল রহমান সুজন, আলিফ জাবেদ, সাফায়েত হোসেন রাজু, হামিম রাফসান ও জাহেদুল অভি। বাকিদের নাম প্রাথমিকভাবে জানা যায়নি। এ সময় উভয় পক্ষের ছোড়া ইটের টুকরা কারও মাথায়, কারও হাতে-পায়ে লেগে শরীরের বিভিন্ন অংশে জখম হয়। এই নিয়ে চট্টগ্রাম কলেজে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের মজুমদার বলেন, কর্মী সংগ্রহের জেরে ছাত্রলীগের সভাপতি-সাধারন সম্পাদক গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
Leave a Reply