আব্দুল সাত্তার টিটু চট্টগ্রাম
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, যে কোন মর্যাদা সম্মানের। যিনি সম্মান দিয়েছেন তাঁর প্রত্যাশা পুরন করতে পারলেই সে সম্মানের মূল্য থাকে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, চট্টগ্রাম নগরীকে নান্দনিকভাবে সাজাতে পারলেই প্রধানমন্ত্রীর কাছে আমাদের মুখ উজ্জ্বল হবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আহবানে ৭১’র জীবনবাজি রেখে অস্ত্র ধরেছিলাম। স্বাধীনতা অর্জন করে তাতে সফল হয়েছি। ৭১’র এই গৌরব আমার জীবনের বড় পাওয়া। এখন প্রয়োজন প্রাপ্ত সেই উদ্দীপনায় শেখ হাসিনার ভিশন ৪১ বাস্তবায়ন করা। আজ বৃহস্পতিবার বিকেলে টাইগারপাসস্থ সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে মেয়র রেজাউল করিম চৌধুরী প্রতিমন্ত্রীর মর্যাদা পাওয়ায় বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে এক সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সভাপতির বক্তব্যে প্রকৌশলী মোহাম্মদ হারুন বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র প্রতিমন্ত্রীর মর্যাদা পাওয়ায় চট্টগ্রামবাসীর সাথে প্রকৌশলী সমাজও গর্ববোধ করছে। চট্টগ্রামের প্রকৌশলী সমাজ চট্টগ্রাম নগরীর উন্নয়নে সিটি কর্পোরেশনের সাথে সম্পৃক্ত থেকে অতীতে অনেক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছে। তাঁরা সিটি মেয়র মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীকে সবধরণের সহযোগিতা করতে প্রস্তুত বলে অভিমত ব্যক্ত করেন। পরে সংবর্ধিত অতিথি সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরীকে পরিষদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন।
পরিষদের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হারুনের সভাপতিত্বে ও প্রকৌশলী আশিকুল ইসলামের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম ফজলুল্লাহ, চসিক প্যানেল মেয়র আফরোজা কালাম। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন-চসিক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, অতি. প্রধান প্রকৌশলী কামরুল ইসলাম, তত্তাবধায়ক প্রকৌশলী আবু ছালেহ, মনিরুল হুদা, প্রকৌশলী জুয়েল, প্রকৌশলী ইফতেখার আহমদ, প্রকৌশলী অভিজিৎ দেব, রেজাউল করিম, এম.এ রশিদ, এনামুল হক, সৈয়দ মোহাম্মদ ইউসুফ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন প্রকৌশলী মো. শাহজাহান।
Leave a Reply