1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
কিডনি রোগী কল্যাণ সংস্থার সভায় ওয়াহিদ মালেক– “কিডনি রোগ যে মহামারীর মত রূপ নিচ্ছে”। বাংলাদেশ সোসাইটি অব মন্ট্রিয়লের বৈশাখী ১৪৩২ মেলা ও সাংস্কৃতিক অনুষ্টান সম্পন্ন। ছাত্রদল নেতা-কর্মীদের মারধর করা ছাত্রলীগ নেতাই এবার তাদের কর্মসূচিতে সাবেক এমপি সংগীত শিল্পী মমতাজ বেগম ঢাকায় গ্রেপ্তার চট্টগ্রামস্থ উখিয়া-টেকনাফ জাতীয়তাবাদী ছাত্রফোরামের আংশিক কমিটি গঠন জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে ইউপিডিএফের স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রস্তাব দেশদ্রোহীতার শামিল- পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান বাঘাইছড়ি বায়তুশ শরফ মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ সম্পন্ন ছাত্রদের শ্রমের মূল্যে মসজিদ নির্মানের প্রচেষ্টা পিরোজপুরের আলোচিত বিস্ফোরক, চাঁদাবাজি ও হত্যা মামলার কুখ্যাত সন্ত্রাসী নাছির কারাগারে ইংল্যান্ডে মহাসাড়ম্বরে ‘কৃষ্ণচূড়া’ আয়োজিত ‘নববর্ষে বন্ধুসভা’র ১০ বছর পূর্তি অনুষ্ঠিত

ছাত্রলীগ নেতা না হয়েও ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি কিশোর গ্যাং এর নেতৃত্ব

  • সময় শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ২৯৩ পঠিত

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় ভূয়া ছাত্রলীগের এন এম এম জে কলেজের কথিত ছাত্রলীগ নেতা আজমীরের নামে অত্র এলাকাবাসীর শত শত অভিযোগ দিন দিন বেপরোয়া হয়ে উঠছে কথিত ছাত্রলীগ নেতা আজমীর, তার রয়েছে একাধিক কিশোর গ্যাং সদস্য এমনটাই বলছেন এলাকায় বসবাসরত জনসাধারণরা এখানেই শেষ নয়, আজমিরের বেশ কিছু কিশোর গ্যাং গ্রুপ, ছাড়াও প্রতিনিয়ত চাঁদাবাজির হাট খুলে বসে আছেন, কেউই মুখ খুললেই তার ওপর ঝাঁপিয়ে পড়ে তার লালিত পালিত কিশোর গ্যাং সদস্যরা। কথিত ছাত্রলীগ নেতা আজমিরের রয়েছে বহিরাগত সন্ত্রাসী। আহ্বায়ক পরিচয়ে আজমীর হোসেনের চাঁদাবাজী চলছে তো চলছে ,আরো জানা যায় যে আজমীর শাহ শিক্ষা উপমন্ত্রী নওফেল গ্রুপের অনুসারী বলে দাবী করে। কপিতয় এই ভূয়া ছাত্রলীগ নিজেকে শহীদ এন এম এম জে কলেজের আহ্বায়ক দাবী করলে সেটা চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নজরে আসে ০৫/১০/২০২১ ইংরেজীতে। এতে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ দ্রুত নিজস্ব প্যাডে লিখিত দেন ০৬/১০/২০২১ ইং শহীদ এন এম এম জে কলেজে তাদের কোন কমিটি নেই। যদি ও কোন ব্যাক্তি অত্র কলেজে ছাত্রলীগ আহ্বায়ক দাবী করে আইনগত ব্যাবস্থা গ্রহন করবেন। আরো জানা যায় যে আজমীর হোসেন চট্টগ্রাম শাহ আমানত সেতু থেকে নিউ মার্কেট পযন্ত একটা ট্রেম্পু লাইন থেকে চাঁদা দাবী করে। এই চাঁদা নেওয়াকে কেন্দ্র করে বহুবার টেম্পু শ্রমিক সভাপতি,সাধারন সম্পাদক সাথে সংঘর্ষ বাধে।সংঘর্ষে আজমীর হোসেন হাতে দেশীয় দারালো ছুড়ি হাতে একটি ছবি উঠে আসে। নতুন ব্রীজ এলাকায় ডাবের পানিতে নেশাদ্রব মিশিয়ে সাধারন জনগনের মালামাল খুইয়ে নেয় তার দলবল। তার আছে মোবাইল ছিনতাই কারীর বিশাল এক ভংয়কর বাহিনী। বাস্তহারা ক্ষেতচর এলাকায় বেশ কিছু রহিঙ্গাদের বসবাস। তারা টেকনাফ থেকে মরননাশক ইয়াবা এনে দেশে ভিবিন্ন প্রান্তরে সর্বরাহ করে থাকে। এই সব কিছুর প্রশাসন মেনেজ করে আসছে আজমীর। আরো জানা যায় আমীরের মদতদাতা আবু মোঃ ইউসুফ (৩৫নং বকসিরহাট ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক) রায়হান (৩৫নং যুবলীগ সাংগঠনিক সম্পাদক) মান্না বিশ্বাস (৩৫ নং যুবলীগ সভাপতি) তাদের ছত্রছায়া বেপোরোয়া এই অপকর্ম করে থাকে। আজমীর হোসেনে গ্রামের বাড়ী ও চট্টগ্রাম জেলা মইশখালী বলে জানা যায়। তার অস্থায়ী ঠিকানা বাকলিয়া ষ্টেডিয়াম মাঠের সামনে মনজু কলোনীরতে ভাড়া থাকেন। এই বিষয়ে চট্টগ্রাম অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি,সাধারন সম্পাদক ভূয়া ছাত্রলীগ আজমীরের নামে বাকলিয়া থানায় একটা মামলা দায়ের করেন।যাহার নং ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩০৭/৩২৪/৫০৬ দঃ বিঃ। মামলা করার পর আরো বেপোরোয়া হয়ে উঠে তার কিশোর বাহীনির সদস্যদের দিয়ে মারধর করে টেম্পু চালক শ্রমিকদের। নানানভাবে হুমকি ধমকি দিয়ে ট্রেম্পু লাইন বন্ধ করে দিবে।টেম্পু চালক শ্রমিকরা জানান কথিত এই ভুয়া ছাত্রলীগ নেতার অব্যাহত হুমকি ধমকীর কারনে বর্তমানে চরম নিরপত্তহীনতায় ভুগছেন। তারা চাঁদার টাকার জন্য মরিয়া হয়ে উঠেছে। তাদের হুমকির কারনে অনেক টেম্পু শ্রমিক গাড়ী চালাতে অপরাগতা প্রকাশ করছেন। যার ফলে সন্ত্রাসী চাঁদাবাজ চক্রের হুমকি এবং চাঁদাবাজীর কারনে যে কোন সময়ে ১৭ নং রোডে টেম্পু চলাচল বন্ধ হয়ে যেতে পারে।এতে যাত্রী সাধারণের চরম ভোগান্তিতে পরবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট