পলাশ সেন, মহানগর প্রতিনিধিঃ
২০ নং দেওয়ান বাজার ওয়ার্ডকে মডেল দেওয়ান বাজার রুপান্তিত করার লক্ষে চৌধুরী হাসান মাহামুদের চলমান কার্যক্রম বেশ চোখে পরার মতো। গত কয়েক দিনের ঝরো হাওয়া ও টানা বৃষ্টিতে যেখানে মানুষ ঘর থেকে বের হতে পারছে না সেখানে কাউন্সিলর সাহেব নালার নর্দমা নিজ হাতে পরিষ্কার করতে দেখা গেছে। তিনি বলেন সরকারের পক্ষ থেকে অনেক কাজ করা হচ্ছে। সবাইকে সচেতন হতে হবে। শুধু মাএ সরকারের দোষ দিলে হবে না। এই শহর আপনার আমার। আসুন এই শহরে সবাই মিলে মডেল চট্টগ্রাম বিনির্মানে অংগীকার বদ্ধ হই। দেওয়ান বাজার ওয়ার্ডে পানি নিষ্কাশন ও ময়লা আবর্জনা পরিস্কার করতে তিনি রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন। একটি পরিচ্ছন্ন ওয়ার্ড হিসেবে দেওয়ান বাজারকে সবার সামনে তুলে ধরতে তিনি জনসাধারণকে নিয়ে সব সময় এলাকার উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছেন।
Leave a Reply