জিরি ইউনিয়নের কৃতি সন্তান, দেশ বরণ্য রাষ্ট্রবিজ্ঞানী, চট্টলার কৃতি সন্তান, বাংলা প্রচলন সমিতির সভাপতি, প্রখ্যাত ভাষা সৈনিক, ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মাহফুজুল হক-এর ৫৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, তবরুক বিতরণ ও আলোচনা সভার আয়োজন করেন ড মাহফুজুল হক স্মৃতি সংসদ পশ্চিম পটিয়া শাখা, জিরি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা লিটনের সভাপতিত্বে ও পটিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসাইনের সঞ্চলনায় অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিরি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ফরিদুল আলম, জিরি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইব্রাহীম, আলী আহমেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন ফরহাদ, জিরি ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো ইউনুছ, ও সাংগঠনিক সম্পাদক উৎওল শীল, জিরি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আজিজুল্লাহ আজিজ, পটিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য আরিফ, ফয়সাল ও জিরি ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দ।
সভায় অতিথিরা বলেন ড মাহফুজুল হক ছিলেন পূর্ব পাকিস্তান তথা বাংলার অহংকার, তিনি ভাষা আন্দোলন থেকে শুরু করে ৫৪’ এর নির্বাচনে গুরত্বপূর্ণ ভুমিকা পালন করেন,,এমন একজন মানুষকে হারিয়ে এদেশ অনেক পিঁছিয়ে পড়ে গেছে বলে মন্তব্য করেন,, এবং সভায় অতিথিরা জোর দাবী জানায় কৈয়গ্রাম সেতু যেন ড মাহফুজুল হকের নামে করেন,,যেহেতু উনার জন্মভূমি কৈয়গ্রামে সেজন্য কতৃপক্ষের কাছে জোরালো দাবী জানায় অতিথিরা,,
Leave a Reply