পলাশ সেনঃ
১৭/০৭/১৪২৮ বাংলা শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা।
অতি সংক্ষেপে দীপাবলি কি এবং কেন?
চৌদ্দ বছর শ্রীরামচন্দ্রের কাটল বনবাসে, বধ করলেন মহাবলী রাবণকে। এবার তিনি ফিরবেন লঙ্কা নগরী থেকে অযোধ্যা নগরীতে।
এই চৌদ্দটি বছর নিষ্প্রদীপ হয়ে পড়েছিল রঘুকূলপ্রদীপ শ্রীরামচন্দ্র ছাড়া।অযোধ্যার কূলতিলক ফিরছেন,”–এই আনন্দ সংবাদে সম্পূর্ণ নগরী দীপমালায় সুসজ্জিত করে তুললেন অযোধ্যাবাসী। তারা গা ভাসিয়ে দিলেন আনন্দ-লহরীতে।উৎসব মুখরিত অযোধ্যায় শ্রীরামচন্দ্র ফিরেছিলেন জনক কন্যা জানকী(সীতা) ও অনুজ লক্ষ্মণকে নিয়ে। প্রজারা শ্রীরামচন্দ্র ও সীতাদেবীকে সম্মান ও অভ্যর্থনা জানিয়েছিলেন আলোক উৎসবের এই দিনটিতে আর সেই দিন থেকেই শুরু হল আনন্দময় দীপাবলি উৎসব।
এছাড়াও এই শুভ তিথিতে অনেক স্মরণীয় ও ধর্মীয় যোগ যুক্ত, যেমন-
এই দিনেই ভগবান বামন অবতার রূপে দৈত্যরাজ বলিকে দমন করে দেবতাদের উদ্ধার করেছিলেন।
এই তিথিতেই পঞ্চ পাণ্ডব ও দ্রৌপদী বারো বছর বনবাস ও এক বছর অজ্ঞাতবাসের পর হস্তিনাপুর (বর্তমানে দিল্লি) ফিরে এসেছিলেন। হস্তিনাপুরবাসী প্রদীপ জ্বালিয়ে, আলোর উৎসব করে তাদেরকে অভ্যর্থনা জানিয়েছিলেন।
এই তিথিতেই সমুদ্রমন্থনে লক্ষ্মীদেবী আবির্ভূতা হয়েছিলেন।
Leave a Reply