মোহাম্মদ আবু ইউসুফ মামুনঃ
করোনাভাইরাসের সংক্রমণ রোধে চীনের আবিষ্কৃত দুই ভ্যাকসিন সিনোভ্যাক ও সিনোফার্মের অনুমোদন দিয়েছে সৌদি আরব। আজ বুধবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে গালফ নিউজ।
গতকাল মঙ্গলবার (২৪ আগস্ট) চীনা টিকা অনুমোদন দিয়ে এক বিবৃতিতে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যারা চীনা ভ্যাকসিন সিনোভ্যাক ও সিনোফার্মের দুই ডোজ গ্রহণ করেছেন তারা সৌদি আরবে প্রবেশ করতে পারবে।
এছাড়া বুস্টার ডোজ হিসেবে যারা এই দুই টিকার একটি গ্রহণ করেছেন তারাও প্রবেশ করার অনুমতি পাচ্ছে।
এর আগে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য ৪ টি করোনা টিকা অনুমোদন দিয়েছিল সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃপক্ষ। সেগুলো হলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, জনসন অ্যান্ড জনসন এবং মডার্না।
Leave a Reply