নিজস্ব প্রতিবেদকঃ
নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়ন বুইদামারা বাজার কালাইগোবিন্দপুর এলাকায় ফজলু শাহ্ মাজারে হামলা ও ভাংচুর এর ঘটনা ঘটেছে।
শুক্রবার সকাল জুমার নামাজের পর এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন।
আহতরা হলেন- বাচ্চু গাজী, কামাল, আয়েশা, গফুর
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুম্মার নামাজ আদায়ের পর একদল লোক ফজলু শাহ্, খেতা শাহ্, মাহমুদ আলী মুন্সী ও হক্কা পাগলা
মাজারে প্রবেশ করে। প্রথমে তারা মাজার ভাঙচুর করে। এ সময় স্থানীয়রা বাধা দিলে তাদেরকে মারধর করা হয়। পরে বিভিন্ন স্থাপনা ভাংচুর লুটপাট চালায় তারা। মারধরে চার ব্যক্তি আহত হন। পরে হামলাকারীরা চলে গেলে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠায় স্থানীয়রা।
এলাকার বাসিন্দা মো.ফজলু শাহ্ ভাই বলেন আল আমিন হুজুর কেরাতুল মাদ্রাসা নজরপুর
ও অদুত হুজুর বগার গুত ওদের নেতৃত্বে একদল লোক হাতে শাপল দা ছুরি নিয়ে মাজারে মাটি খুঁড়ে ফজলু শাহ্ কঙ্কাল নিয়ে যায়। এ সময় মাজারে থাকা ধান বাক্সের টাকা মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এখানে ২০ বছর ২৫/২৬ জানুয়ারী ধরে উরস মোবারক উদযাপন হয়ে আসছে এরকম ঘটনা প্রথম।
পরে উপায়ন্তর না পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
তবে এব্যাপারে জানতে একাধিকবার কল করেও নরসিংদী মডেল থানার ওসির সাথে কথা বলা সম্ভব হয়নি।
এঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
Leave a Reply