বন্দর নগরী চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদস্থ ২নং গেইটে অবস্থিত ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে ১৪ জুন (বুধবার) এক বর্ণাঢ্য মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ আসাদ আদিলের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক ফখরুল আবেদীন ও লুৎফুন্নেসা ডেইজির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মৌসুমী ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা.এ.টি.এম. রেজাউল করিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য অধ্যাপক এম.এ হাশেম, স্থপতি আল নোমান মোহাম্মদ ইউনুস, ডাঃ সালাহ উদ্দীন, এম.এ.এইচ চৌধুরী, ডাঃ আহমদ রহিম, নাছির উদ্দীন, আবুল হোসাইন মোল্লা, কো-অর্ডিনেটর হিজবুন নাহার, রোজিনা আকতার প্রমুখ।
সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকমন্ডলীর অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে মৌসুমী ফল উৎসব উদযাপিত হয়। অনুষ্ঠানে বক্তারা, মৌসুমী ফলের উপকারিতা ও রোগ প্রতিরোধে বিভিন্ন ফলের ভূমিকা তুলে ধরেন এবং শিক্ষার্থীদেরকে জাঙ্ক ফুড-এর পরিবর্তে বেশি বেশি মৌসুমী ফল গ্রহণ করার অনুরোধ করেন।
Leave a Reply