1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সহকারী জজ না হয়ে রাবির শিক্ষক হলেন লালমনিরহাটের ফাইকা তাহজীবা জিএম কাদেরসহ ১৮ জনকে আসামি করে ছাত্র অধিকার পরিষদের মামলা। সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় তেলের ট্যাংক বিস্ফোরণে ৮ শ্রমিক দগ্ধ শাহজালাল হাউজিং এস্টেট উপশহর প্রবাসী সমিতি’র সংবাদ সম্মেলন অনু‌ষ্ঠিত চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের গোপন মিছিল আটক সাত বাঘাইছড়িতে খেদারমারা ইউনিয়নে পানি বন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ সাজেক ইউনিয়নে জাবারাং সমিতির উদ্যোগে ইদুর বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ। রংপুরে আওয়ামীলীগের সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার- ০৪ মিরসরাইয়ে পিতার ছুরিকাঘাতে পুত্র খুন হওয়ার ঘটনার প্রধান আসামি পিতা নুরুজ্জামান গ্রেফতার।

পটিয়াতে চারুশিল্পী পরিবার এর আয়োজনে হয়ে গেলো “শিল্পীর তুলিতে পটিয়া” শিরোনামে আর্ট ক্যাম্প।

  • সময় রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৩৮৩ পঠিত

পটিয়াতে চারুশিল্পী পরিবার এর আয়োজনে “শিল্পীর তুলিতে পটিয়া” শিরোনামে আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়। আজ ৭ অক্টোবর, শনিবার দিনব্যাপী পটিয়ার স্বপ্ননগর চা বাগান এলাকায় এই আর্ট ক্যাম্পে অংশ নেন পটিয়ার ৭৬ জন চিত্রশিল্পী। আর্ট ক্যাম্প এর শুরুতে ছবি আঁকা সরঞ্জমাদি তুলে দিয়ে ও ছবি এঁকে আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক অধ্যাপক ভাষ্কর অলক রায়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক শিল্পী সুব্রত দাশ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোকচিত্রশিল্পী শোয়েব ফারুকী, শিল্পী শুভাশিষ দাশ রুপক, ডা. জয়দত্ত বড়–য়া, সাংবাদিক আবদুর রাজ্জাক।

আর্ট ক্যাম্প এর সমন্বয়ক আবদুল্লাহ ফারুক রবির সঞ্চলনায় ও আহবায়ক হামেদ হাসান এর সভাপতিত্বে শুরুতে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন আর্ট ক্যাম্প এর শৈল্পিক পরিচালক টিকলু দে। সকাল থেকে একঝাঁক চিত্রশিল্পীদের পদচারণায় মুখরিত হয় পটিয়া উপজেলার খরনা এলাকার প্রাকৃতিক সৌন্ধর্যে ভরপুর স্বপ্ননগর এলাকাটি। আনন্দ উৎফুল্লতায় শিল্পীরা আঁকেন পাহাড়ের দৃশ্য, পেয়ারা বাগান, লেকের ছবি, স্থানীয় গ্রামীন পরিবেশ, জলধার, পুরোনো মাটির ঘর, চা বাগানের পুরোনো স্থাপনা ও প্রাকৃতিক বিভিন্ন দৃশ্য।

সকাল ১০টায় ছবি আঁকার মাধ্যমে আর্ট ক্যাম্প উদ্ভোধন করেন ভাষ্কর অলক রায়। তিনি বলেন, পটিয়ার মত শিল্প সাহিত্যে প্রসিদ্ধ উপজেলায় আর্ট ক্যাম্প এর আয়োজন অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। নতুন প্রজন্মের শিক্ষার্থীরা চারুকলার প্রতি উৎসাহিত হবে। সেই সাথে দক্ষ চিত্রশিল্পী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পটিয়া পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশীদ বলেন, বীর প্রসবিনী পটিয়ায় সবসময় শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। আর্ট ক্যাম্প আয়োজন পটিয়ার চিত্র শিল্পীদের দীর্ঘদিনের প্রচেষ্ঠার প্রতিফলন। এর মাধ্যমে পটিয়াকে সারাদেশের কাছে তুলে ধরা সম্ভব হবে। পটিয়ার নান্দনিক ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে দেশের মানুষ আরো বেশি পরিচিত হবে।

আলোকচিত্রশিল্পী শোয়েব ফারুকী বলেন, দক্ষিণ চট্টগ্রামের সাবেক মহকুমা সদর পটিয়ার গৌরবদীপ্ত ইতিহাস থাকলেও আপাতত তা শুন্যের কোটায় এসে দাড়িয়েছে। পটিয়াকে নিয়ে গর্ব করার মতো কিছুই চোখে পড়ে না। পটিয়াবাসীর উচিত গৌরব ফিরে আনার জন্য নান্দনিক পাহাড়ী অঞ্চলে একটা আকর্ষনীয় ইকোটুরিজম স্পর্ট এবং বোটানিক্যাল গার্ডেন তৈরি করা।

আর্ট ক্যাম্প এর সমন্বয়ক আবদুল্লাহ ফারুক রবি বলেন, পটিয়ার নৈসর্গিক সৌন্দর্যের আকর্ষনীয় স্থান স্বপ্ননগর চা বাগান এলাকা প্রায় ১৫০ বছর পুরোনো প্রসিদ্ধ জনপদ। পাহাড়, পেয়ারা বাগান, চা বাগানের পুরোনো স্থাপনা, লেক, গাছপালা সমৃদ্ধ মনোরম এই প্রাকৃতিক পরিবেশ যে কোন ব্যক্তিকে আকর্ষণ করবে। তাই সরকারের উচিত এই স্থানকে আকর্ষনীয় পর্যটন স্থাপনা হিসেবে গড়ে তোলা।

আর্ট ক্যাম্পের পরামর্শক হিসেবে ছিলেন শিল্পী কাজী মোরশেদ, হামেদ হাসান, কামরুল হাসান, টিকলু দে, নয়ন দে, রাজন দে, আকরাম হোসেনসহ সিনিয়র শিল্পীরা। ক্যাম্পে অংশগ্রহণকারী শিল্পীরা সারাদিনে ঐ এলাকার ১১৩টির ছবি আঁকেন। এই ছবি গুলো দিয়ে পরবর্তীতে প্রদর্শনীর আয়োজন করা হবে। অতিথিরা আর্ট ক্যাম্প এলাকা ঘুরে দেখার পাশাপাশি শিল্পীদের ছবি আঁকা বিভিন্ন বিষয়ে ধারণা প্রদান করেন। পরে আর্ট ক্যাম্পে অংশগ্রণকারী শিল্পীদের সনদপত্র বিতরণ করেন।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট