প্রেস বিজ্ঞপ্তিঃ
মাইজভাণ্ডারী গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ শরিফ( হামজারবাগ বিবিরহাট, পাঁচলাইশ,চট্টগ্রামে) ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় পবিত্র ঈদ- এ মিলাদুন্নবী (দঃ)ও বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী কঃ চন্দ্র বার্ষিকী ফাতেহা শরিফ অত্র খানকাহ্ শরিফের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচক ছিলেন মাওলানা সৈয়দ ফয়সাল আবেদিন ফরহাদাবাদী, মওলানা কাজী হাবিবুল হোসাইন। আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি জনাব এম. মকসুদর রহমান হাসনু, ফজলুল হক ফজু, সদস্য মকসুদর রহমান দুলাল মোহাম্মদ সেলিম, মোহাম্মদ মুসা, সাধারণ সম্পাদক শওকত হোসাইন রুবেল, খুরশিদ আলম, বলাই কুমার আর্চয্য, চট্রগ্রাম মহানগর সমন্বয় কারী শফিউল ইসলাম ও শামসুল আলম উপস্থাপনায় ছিলেন সৈয়দ আবু আহমদ।
Leave a Reply