1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
এপেক্স ক্লাব অব বান্দরবান এবং এপেক্স ক্লাব অব নীলাচলের যৌথ উদ্যোগে বান্দরবান বৌদ্ধ অনাথালয় কম্বল বিতরণ রাউজান শাহসূফি ছৈয়দ মতিউর রহমান শাহ’র ওরশ শরীফ অনুষ্ঠিত কাতারে গণিত প্রতিযোগিতায় কোয়ান্টাম কসমো স্কুলের উছাইওয়াং-এর সাফল্য মোহাম্মদী কাফেলা ঐক্য পরিষদের উদ্যোগে সুফি কনফারেন্স রাউজান নোয়াপাড়ায় মাহফিল ও শিক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠান সম্পন্ন iStock Education আয়োজিত মাল্টি-ডেস্টিনেশন এডুকেশন এক্সপো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে তৃণমূলের ভাবনা করনীয় শীর্ষক সাংগঠনিক মতবিনিময় সভা সম্পন্ন আন্দোলনকারী সাংবাদিকদের নিয়ে বৈষম্য বিরোধী সম্পাদক-সাংবাদিক ঐক্য জোটের আলোচনা সভা সম্পন্ন এপেক্স ক্লাব অব বান্দরবানের উদ্যোগে জাদি ও অনাথ আশ্রমে কম্বল বিতরণ শাহ মুন্দার আউলিয়া শর্ট বাউন্ডারি ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রধানমন্ত্রীর আগমনে স্মরণকালের সমাবেশে গনজোয়ার ও জনসমুদ্রে পরিণত চট্টগ্রাম

  • সময় রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৩৭৫ পঠিত

পলাশ সেন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ শুনতে বন্দর নগরীর পলোগ্রাউন্ড মাঠ কানায় কানায় ভরে গেছে। দীর্ঘ দশ বছর পর আজ চট্টগ্রামে গিয়েছেন প্রধানমন্ত্রী। দুপুর ১২ টার মধ্যে জনসভা স্থলটি জনসমুদ্রে পরিণত হয়। পুরো শহর উৎসবমুখর হয়েছে উঠেছে।

রবিবার (৪ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) রাষ্ট্রপতি কুচকাওয়াজ-২০২২-এ যোগ দিয়েছেন। সেখানে তিনি বক্তব্য দেন। সেখান থেকে দুপুরে হেলিকপ্টারে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে নামেন তিনি। স্টেডিয়াম থেকে সরাসরি গাড়িতে করে প্রধানমন্ত্রী পলোগ্রাউন্ডের জনসভায় যোগ দেন। চট্টগ্রাম নগর উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করছেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। জনসভা সঞ্চালনা করছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। সভার শুরুতে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য মোছলেম উদ্দিন চৌধুরী সভাপতিত্ব করার জন্য নাম প্রস্তাব করেন। তা সমর্থন করেন উত্তর জেলার সভাপতি এম এ সালাম। শুরুতে প্রয়াত নেতাদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উৎসবের শহরে পরিণত হয়েছে পুরো চট্টগ্রাম।দেখা গেছে স্লোগানে স্লোগানে ঢাক-ঢোল বাজিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর অপেক্ষায় প্রহর গুনছে লাখ লাখ জনতা। সভামঞ্চের সামনে জায়গা পেতে সকাল ৮টা থেকেই চট্টগ্রাম জেলা উপজেলাসহ আশপাশে পাশের বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা এসেছেন। প্রধানমন্ত্রীর ছবিসংবলিত পোস্টার, ব্যানার ও ফেস্টুন নিয়ে হাজার হাজার নেতাকর্মী দাঁড়িয়ে থাকেন। ঢাকঢোল পিটিয়ে জনসভায়স্থলে প্রবেশ করেন অনেকে। ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল, ব্যানার, ফেস্টুন নিয়ে জনসভাস্থলে উপস্থিত হন। মিছিলে মিছিলে চট্টগ্রাম উৎসবের নগরীতে পরিণত হয়। এ সময় নেচে-গেয়ে, ব্যানার, ফেস্টুন নিয়ে মিছিল করে জনসভাস্থল মুখরিত করেন তারা। অনেকে ব্যাগে করে দুপুরের খাবারও নিয়ে এসেছেন। নেতা-কর্মীরা বলছেন, আওয়ামী লীগের স্মরণকালে এটিই সবচেয়ে বৃহত্তম জনসমাবেশ হতে চলছে। তবে মূলত সরকারের উন্নয়নের খবর তৃণমূল মানুষের কাছে পৌঁছে দেওয়াসহ আগামীর উন্নয়নে নানা পরিকল্পনার কথাও তুলে ধরবেন সরকার প্রধান। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে জনসভার সব ধরনের প্রস্তুতিও।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট