দক্ষিণ এশিয়ার বিখ্যাত মিঠা পানির মৎস্য প্রজনন কেন্দ্র হালদার পানি দূষণ সম্পর্কিত বিষয়ের উপর গবেষণার জন্য মো. সফিকুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে পি.এইচ.ডি ডিগ্রী অর্জন করেছেন। তাঁর গবেষণা প্রবন্ধ ইতিপূর্বে বিভিন্ন স্হানীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে, এছাড়াও মাস্টার্স পর্যায়ে তিনি হালদা নদী নিয়ে গবেষণা করেছিলেন।
মো. সফিকুল ইসলাম বর্তমানে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। তাঁর এই গৌরবময় অর্জনে সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
Leave a Reply