1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
কেরাণীগঞ্জে অপহৃত ৮ মাসের শিশু শরীয়তপুর থেকে উদ্ধার। আশুলিয়ায় কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফেখাজা শাহ নূর দরবেশ মাওলা (রহ.) এর বার্ষিক উরস শরীফ উদযাপন আল্লাহু আল্লাহু যিকিরের ধ্বনিতে মুখরিত মাইজভাণ্ডার শরিফ এলাকা সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৬তম উরস্ শরিফের আনুষ্ঠানিকতা শুরু মুহাম্মদ লিয়াকত আলী পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার বিশেষ প্রতিনিধি সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা ও বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন পটিয়া প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম আর নেই  বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে দুই টাকায় স্কুলের আলোচনা সভা আমিরাতে যে ৪৩টি দেশের জন্য কোনো ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রয়োজন নেই পাহাড়তলীতে রাস্তার পাশে মিলল হাত বাধা অজ্ঞাত যুবকের মরদেহ পেকুয়ায় অপহৃত স্কুল শিক্ষকের নিথর দেহ মিললো নিজ পুকুরে

বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে হুইপ সামশুল হক চৌধুরী’র ৫শ কোটি টাকার মামলা

  • সময় বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৪৩৯ পঠিত

নিউজ ডেস্কঃ

শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী ৫০০ কোটি টাকার একটি মানহানি মামলা দায়ের করেছেন। বুধবার সকালে পটিয়া যুগ্ম জেলা জজ আদালতে হুইপের পক্ষে পটিয়া আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট দীপক কুমার শীল ক্ষতিপূরণ মামলাটি দায়ের করেন। মামলা নং- ৪/২০২১। মামলাটি আদালত গ্রহণ করে আগামী ২৩ সেপ্টেম্বর বিবাদীদের বিরুদ্ধে সমন ইস্যু করার জন্য বলা হয়েছে। বিবাদীরা হলেন- বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলম, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, কালেরকন্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিনের ঢাকা প্রতিনিধি সাইদুর রহমান রিমন, চট্টগ্রাম প্রতিনিধি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি মো. সেলিম, চট্টগ্রাম প্রতিনিধি এসএম রানা, চ্যানেল নিউজ-২৪ এর সম্পাদক, বাংলা নিউজ-২৪ এর সম্পাদক, ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী।

মামলা সূত্রে জানা গেছে, পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী ও তাঁর পুত্র নাজমুল করিম শারুনের বিরুদ্ধে শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের বাংলাদেশ প্রতিদিন, কালেরকণ্ঠ, ডেইলী সান, বাংলা নিউজ ও টিভি চ্যানেল নিউজ-২৪ এ ধারাবাহিক বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করেন। ধারাবাহিক প্রতিবেদনগুলোর মধ্য রয়েছে- হুইপ সামশুল হকের জালিয়াতি, মসজিদের জমি দখলের ধান্ধাও চলছে, অপরাধ জগতের অক্টোপাস হুইপ সামশুলের পরিবার, হুইপ সামশুলের রাজ্যে অসহায় আ’লীগও, ১০ বছরে হুইপ সামশুলের সম্পদ বেড়ে ১৫০০ গুন, জিয়া এরশাদের বিচ্ছু শামশু হুইপ হয়ে বেপরোয়া, খেলোয়ার সরিয়ে লন্ডনে নেন হুইপ সামশুল, টাইপ মেশিন চুরির জন্য ডবলমুরিং থানায় মামলা, ২৬০০ ডোজ টিকা বিক্রী করেন হুইপের ভাই, হুইপের পুত্রের গোপন ব্যবহার বলি তরুণ ব্যাংকার, চট্টগ্রামের বেপরোয়া হুইপ পুত্র, হুইপ সামশুল হকের ভয়াবহ জালিয়াতি, মসজিদের জায়গায় মার্কেট নির্মাণের পায়তারা, পটিয়ায় হুইপ পরিবারের অপরাধ সাম্রাজ্য, হুইপের শাসনে ভালো নেই আওয়ামীলীগ, জিয়া এরশাদের সেই বিচ্ছু শামসু এখন, বেপরোয়া হুইপ পোষ্যের টিকা বাণিজ্যের তোলপাড়।

২০০৮ সালে চট্টগ্রামের পটিয়া থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত সামশুল হক চৌধুরী টানা তিনবারের সংসদ সদস্য এবং হুইপ। সামশুল হকের পুত্র নাজমুল করিম চৌধুরী শারুন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক। ব্যক্তিগত সমস্যার কারণে বসুন্ধরা গ্রুপের সঙ্গে হুইপ ও হুইপ পুত্রের সঙ্গে দুরত্ব সৃষ্টি হয় বলে পটিয়া আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট দীপক কুমার শীল জানান। তিনি জানিয়েছেন, হুইপ ও তাঁর পুত্রের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর সিরিজ নিউজ করে ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। যার কারণে ক্ষতিপূরণ হিসেবে ৫০০ কোটি টাকার এই মামলা করা হয়েছে। বিবাদীগণ স্বশরীরে আদালতে হাজির হয়ে মামলার জবাব দিতে হবে

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট