নিজস্ব প্রতিবেদক:
নগরীর সিজেকেএস শপিং কমপ্লেক্স মার্কেটের ৪র্থ তলায় ১৮ ফেব্রুয়ারি, রোববার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি
চট্রগ্রাম জেলা শাখার উদ্যোগে বিভিন্ন প্রকল্পের অনুদান বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ নূরুল হকের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য শিবব্রত চক্রবর্তী’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক এর পক্ষে চট্রগ্রাম কলেজের প্রাক্তন অধ্যাপক মোঃ হামিদুল হোসেন সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামীম কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন ।
শুরুতে বিভিন্ন বিষয়ে অবগত জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল হাশেম মাষ্টার।
অনুদান প্রাপ্তির পক্ষে অনুভূতি জানিয়ে বক্তব্য রাখেন ছাত্র সাকিবুল আলম ।
প্রতিবছরের ন্যায় এবারও অত্র সংগঠনের উদ্যোগে শিক্ষাবৃত্তি, এককালীন অনুদান, সাধারণ চিকিৎসা ভাতা,কন্যা বিবাহ, প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্ত এবং কঠিন চিকিৎসা সহায়তা প্রদানের নগদ চেক বিতরণ কার্যক্রম সম্পাদন করছেন।
অনুদান বিতরণ কালে সম্মানিত অতিথিরা বলেন,কর্মজীবন শেষে অসহায়ত্বের সময়ে কিছু দিয়ে সাহায্য করতে পারলেই সেবা মূলক উৎসাহ সৃষ্টি হওয়া। সকল গণ মানুষের খারাপ সময়ে সেবার দ্বার উন্মোচন করতে সবাই কে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পরিশেষে অনুদান পাওয়া ব্যক্তিবর্গের মাঝে নগদ সহায়তা চেক বিতরণ করা হয়।
Leave a Reply