পলাশ সেনঃ
চট্টগ্রাম নগরীর ১৯ নং ওয়ার্ড বাকলিয়া নয়া মসজিদে বেপরোয়া গতিতে অদ্য সন্ধা ৬.৩০ মিনিটে অটোরিকশায় আহত এক বাচ্চা সহ মহিলা(৩৮)।এটি নতুন কোন ঘটনা নয়।কিছু দিন আগে ও একই স্থানে সালাউদ্দিন নামে এক ব্যাবসায়ী গুরুতর আহত হন।অবৈধ অটোরিকশাসায়
প্রতিনিয়ত একের পর এক মৃত্যুর দুর্ঘটনা ঘটলেও এখনো বন্ধ হয়নি ব্যাটারিচালিত অটোরিকশা অবৈধ চলাচল।ঘটনাস্থলে শ’খানেক জনতার উপস্থিতি ঘটলে পরিস্থিতি ভয়াবহ আকারে রূপ ধারণ করলে ভিবিন্ন সংবাদ কর্মী উপস্থিতি ও বাকলিয়া থানার ওসি রাসেদুল হককে মুঠো ফোনে জানালে কিছুক্ষণ পরেই এসআই সোহেল এবং আরো বেশ কয়েকজন কনস্টেবল উপস্থিত হন।ঠিক তখনই জনতার তোপের মুখে পরে অটো রিক্সার ড্রাইভার কে আটক করতে বাধ্য হয় বাকলিয়া থানা পুলিশ।ঘটনাস্থলের স্থানীয় জনগণ ক্ষোভ প্রকাশ করে বলেন,নিরাপদ সড়ক চাই ও অবৈধ অটোরিকশা বন্ধের দাবি জানান।এলাকাবাসী ও সচেতন নাগরিকরা আরো জানান,বিগত কিছুদিন আগে একটি মানববন্ধন হয় অবৈধ অটোরিকশা বন্ধের তার কোন প্রতিকার দেখতে পায় নাই এলাকাবাসী। আরো জানান, বৌবাজার খাজা হোটেলের পিছনে মাদ্রাসার ছোট্ট শিশু মৃত্যুতে ও এখনো চলছে বেপোরোয়া অটোরিকশা। এই ভাবে প্রতিনিয়ত দুর্ঘটনা হলেও এখনো পর্যন্ত প্রশাসনের নজরদারিতেই চলছে বেপরোয়া অটোরিকশা।এর পিছনে কার হাত আছে উৎসুক জনতার জানতে চাই।
Leave a Reply