পলাশ সেনঃ
নগরীতে বাবার মোটর সাইকেলে চড়ে কলেজে যাওয়ার পথে ঘাতক লড়ি চাপায় কেড়ে নিল একমাত্র মেয়ের জীবন।ঘটনাটি চট্রগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট- বায়েজিদ লিংক রোডে ঘটেছে।নিহত শিক্ষার্থী ফাতেমা জাহান জেবা কালুশাহ নগর আমানউল্ল্যাহ ফৌজদার বাড়ীর রহিম সওদাগরের দোকান সংলগ্ন মোঃ ফারুক সনি’র একমাত্র মেয়ে ।আজ শনিবার (২৩ জুলাই) দুপুর ১২ টায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বায়জিদ ছিন্ন মুল লিংক রোড দিয়ে বাবার সঙ্গে মোটরসাইকেলে করে কলেজে যাচ্ছিলেন ফাতিহা জেহান। এ সময় একটি লরির ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন ফাতিহা জেহান। এতে তার বাবাও কিছুটা আহত হন। দুর্ঘটনার পরপরই গাড়িটি দ্রুতগতিতে পালিয়ে যায়।বিষয়টি নিশ্চিত করে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌহিদ প্রতিবেদককে বলেন, নিহত জেবাকে নিয়ে তার বাবা কলেজে যাচ্ছিলেন মোটরসাইকেল করে। জেবা একটি কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনার ঘাতক গাড়ি আটকের চেষ্টা চলছে।
Leave a Reply