রতন বড়ুয়া :
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা ও সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের উপদেষ্টা, উত্তর ফটিকছড়ি- ভূজপুর আঞ্চলিক ভিক্ষু সমিতির সভাপতি, নির্বানগত বিদর্শনাচার্য ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথেরোর প্রিয়তম শিষ্য, ছিলোনীয়া জ্ঞানরত্ন বিহারের অধ্যক্ষ,
বিদর্শনাচার্য শ্রীমৎ প্রজ্ঞালোক মহাথেরোর মহাপ্রয়াণ উপলক্ষে অষ্ট পরিষ্কারসহ সংঘদান অনিত্য সভা ও অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান আজ ২৯ মে ২০২১
খ্রিস্টাব্দ ২৫৬৫ বুদ্ধাব্দ শনিবার চট্টগ্রামের ফটিকছড়ি ছিলোনীয়া জ্ঞানরত্ন বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
এতে ১ম পর্বে অষ্ট পরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া পূর্ণাচার ভিক্ষু সংঘের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথের। অনুষ্ঠান সঞ্চালনা করেন যথাক্রমে
বিদ্যুৎ বড়ুয়া, শ্রীমৎ অমৃতানন্দ ভিক্ষু ও অধ্যাপক পলাশ কান্তি বড়ুয়া।
এত স্মৃতিচারণ করেন সুশান্ত বড়ুয়া, অধ্যাপক ড. অর্থদর্শী বড়ুয়া, সৃজন বিকাশ বড়ুয়া, রতন বড়ুয়া, পীযূষ কান্তি বড়ুয়া, শয়ন বড়ুয়া, অমিতাভ বড়ুয়া,
ছড়াকার উৎপল কান্তি বড়ুয়া, রনজিৎ বড়ুয়া, শক্তিব্রত বড়ুয়া, সুকান্ত বড়ুয়া, উজ্জ্বল বড়ুয়া, অমলেন্দু বড়ুয়া,
সুবক বড়ুয়া, কানন বড়ুয়া ও নিকাশ বড়ুয়া।
অনুষ্ঠানের ২য় পর্বে অনিত্য সভা ও অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রয়োদশ সংঘরাজ শাসনশোভন ড. জ্ঞানশ্রী মহাথের। সঞ্চালনা করেন যথাক্রমে
বিদ্যুৎ বড়ুয়া, শ্রীমৎ অমৃতানন্দ ভিক্ষু ও অধ্যাপক পলাশ কান্তি বড়ুয়া।
স্মৃতিচারণ করেন অধ্যাপক তুষার কান্তি বড়ুয়া, অধ্যাপক সন্জীব বড়ুয়া, দিবাকর বড়ুয়া চন্দন, প্রকৌশলী মৃণাল কান্তি বড়ুয়া, অমলেন্দু বড়ুয়া, মৃদুল বড়ুয়া, নবারুন
কান্তি বড়ুয়া, ড. জ্ঞানরত্ন মহাথেরো, শাসনানান্দ মহাথেরো, সুগতপ্রিয় মহাথেরো,
বুদ্ধপ্রিয় মহাথেরো, আঞ্চলিক ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক শ্রীমৎ লোকশ্রী থেরো, ভদন্ত এস লোকজিৎ মহাথেরো, ভদন্ত রতনপ্রিয় মহাথেরো, ভদন্ত বিপুলবংশ
মহাথেরো, ভদন্ত সুমনজ্যোতি থেরো সহ বহু পন্ডিত প্রবর ভিক্ষু সংঘ ।
Leave a Reply