মহানগর প্রতিনিধিঃ
১৯ নং ওয়ার্ড মাহামুদুর রহমান সর্দ্দারের নতুন বাড়ী মিয়াখান নগর বাদাম তলীর মোড়( দক্ষিন বাকলিয়া) দুই কড়া জায়গা অবৈধ সিঁড়ি ঘর অসহায় মুক্তিযাদ্ধা পরিবারের সন্তান ছৈয়দুল হকের অনুমতি বিহীন জোড় পূর্বক দখল করে নির্মান করেছেন হালিশহরের প্রভাবশালী এজাহার মিয়া।উক্ত জায়গার খতিয়ান ভূক্ত মালিক মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ছৈয়দুল হক। সিড়ি ঘর করার সময় বাঁধা প্রদান করিলে মো: ছৈয়দুল হককে বিভিন্ন ভয় ও প্রান নাশের হুমকি প্রদর্শন করে এজাহার মিয়া। পরে স্হানীয় সাবেক কাউন্সিলর আলহাজ্ব ইয়াসিন চৌধুরী আছু নিকট উক্ত জায়গা পুনঃ উদ্বার ও বিচার প্রার্থনা করিলে উভয় পক্ষকে আসতে বললে এজাহার মিয়া উপস্হিতি তড়িগড়ি করেন। স্হানীয়দের মতে আওয়ামী লীগের প্রতিষ্ঠা লগ্ন থেকে ত্যাগী নেতা মরহুম জাহেদুল হক একজন রাজনীতিবীদ ও সমাজ সেবক ছিলেন।উক্ত বিষয়ে মুক্তিযাদ্ধার পরিবারের সন্তান ছৈয়দুল হক বাকলিয়া থানায় একটি সাধারন ডায়েরী করেন(জিডি নং১১২০)২৫/১০/২০১৭
অসহায় ভূক্তভুগি মুক্তিযোদ্ধার পরিবার মাননীয় প্রধান মন্ত্রী জননেএী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন ও প্রশাসনের সহোযগিতা কামনা করেছেন।
Leave a Reply