চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর,মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুহাম্মদ আশরাফ খানের ৩য় মৃত্যুবার্ষিকী স্মরণে এক স্মরণ সন্ধ্যা গতকাল ৩১ মে ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এতে আলোচনা,গান ও আবৃত্তিতে অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি শিক্ষক বাবুল কান্তি দাশ, উপদেষ্ঠা সুজিত কুমার দাশ, শিক্ষক বিজয় শংকর চৌধুরী, আসিফ ইকবাল, সঙ্গীতশিল্পী লুপর্ণা মুৎসূদ্দী লোপা,এস,এম,লিয়াকত হোসেন,সঙ্গীতা চৌধুরী,সুমন চৌধুরী, হৃদয় দে, শিহাব রহমান প্রমুখ। সভায় বক্তারা বলেন ছাত্র রাজনীতির বজ্রকণ্ঠ,অকুতোভয় রাজপথের সৈনিক, পরিচ্ছন্ন রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আশরাফ খান।১৯৭১ এ যিনি চট্টগ্রাম শহরে রিক্সায় করে বিলিয়েছেন স্বাধীনতা ঘোষণার প্রচারপত্র। ত্যাগ আর সেবায় যাঁর রাজনৈতিক পথপরিক্রমা।জাতির জনক বঙ্গবন্ধু মুজিব’র অন্যতম যোদ্ধা এই রাজনীতিবিদ আন্দোলন সংগ্রামে ছিলেন সম্মুখসারীর।আজীবন কাজ করেছেন গণমানুষের কল্যানে।
Leave a Reply