মুহাম্মদ ওয়াহিদুল ইসলাম চট্টগ্রামের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী স্কুল পদুয়া এ.সি.এম উচ্চ বিদ্যালয় থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪ সালে অনুষ্ঠিত SSC পরীক্ষার সদ্য প্রকাশিত সংশোধিত ফলাফলে GPA 5 তথা A + পেয়েছে।
জ্ঞাতব্য যে, সে ২০১৮ সালে অনুষ্ঠিত পিএসসিতেও A + সহ সাধারণ বৃত্তি অর্জন করেছে। তাঁর এ অর্জনে সে মহান আল্লাহ তা’আলা ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দরবারে শোকরিয়া জ্ঞাপন করেছে। সাথেসাথে প্রধান শিক্ষক সহ সম্মানিত শিক্ষক-শিক্ষিকামন্ডলী, মা-বাবা, সহপাঠী, আত্মীয় স্বজনসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
উল্লেখ্য যে, সে চট্টগ্রাম লোহাগাড়া থানার ছগিরাপাড়াস্থ ছৈয়দুল আলম ও শামসুন নাহারের বড় পুত্র । ৪ (চার) ভাই-বোনের মধ্যে সে ২য়।
মেধাবী এই ছাত্র স্বপ্ন দেখেন থেকে উচ্চতর পড়াশোনা শেষ করে ডাক্তার হয়ে সমাজ ও দেশের জন্য অবদান রাখবে। তাঁর উজ্জ্বল ভবিষ্যতের জন্য সে সকলের কাছে দোয়া কামনা করছে।
Leave a Reply