বরুন আচার্যঃ
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বোস্টন ইউএসএর উদ্যোগে ১১মে বোস্টনে অবস্থানরত বাংলাদেশী পেশাজীবীদের নির্বাচিত ব্যক্তির্বগের সাথে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি রাহবারে আলম শাহসুফি হযরত রাহবারে আলম হযরত শাহসুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.) সাথে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুখ্য আলোচক রাহবারে আলম হযরত শাহসুফি সৈয়দ হাসান মাইজভাণ্ডারী (ম.) বলেন সুফিবাদ মানুষের মধ্যে ভালোবাসার বন্ধন গড়ে তোলে, বিভেদ – বিচ্ছেদ বা অনৈক্য সুফিবাদের শিক্ষা নয়। সুফিবাদ একই সাথে মানব কল্যানের শিক্ষাও দেয়। মানব প্রেমই মুলত স্রষ্টা প্রেম।
100 Heard street , Chelsea MA স্টুডিও হলে ড. এম ইমরানুল করিমের সঞ্চালনায় এই মুক্ত আলোচনায় অংশ নেন স্বনামধন্য চিকিৎসক ডা. এহসান হক, প্রকৌশলী ফিরোজখান , রাজনীতিক ও সংগঠক ওসমান গনী,কমিউনিটি ব্যক্তিত্ব নোমান চৌধুরী, কমিউনিটি ব্যক্তিত্ব ও সংগঠক হুমায়ুন মোরশেদ, সাংবাদিক তাপস বড়ুয়া, কাজী আবছার উদ্দিন, জাহাঙ্গীর আলম, আহমদ নবী , সিরাজুম মুনির, মো: শাহ আলম। আলোচনা শেষে মুসলিম উম্মাহর কল্যান কামনায় মোনাজাত করেন রাহবারে আলম শাহসুফি হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.) প্রকাশ মওলা হুজুর বাবাজান কেবলা কাবা
Leave a Reply