মা
রচনায়ঃ মোহাম্মদ আব্দুল হাকীম (খাজা হাবীব)
প্রতি দিবসে মা জননীকে
ভালবাসার দিন
কেমন করে শোধ করবো
মা জননীর ঋণ!
গর্ভে ছিলাম দশমাস দশদিন
তারই ‘নিবিড় ঘরে’,
দুধ খেয়েছি দুই বছর
মায়ের বুকে ভর করে।
প্রসব বেদনায় কাতর ছিল
সবার আম্মাজান,
সন্তানের সুন্দর মুখটি দেখে
জুড়াল তার প্রাণ।
ভাত-কাপড়ের কষ্ট দেয়নি
বুঝতে দেয়নি অভাব,
নিজের সুখ বিলিয়ে দেওয়া
এটাই মায়ের স্বভাব।
সুখ-শান্তিতে বেড়ে ওঠি মোরা
মায়ের মমতায়,
দুঃখ-কষ্টে দিন কাটলেও তার
বিরক্তিবোধ নাই।
সবাই মাকে সেবা করি মোরা
সারাজীবন ধরি,
শোধ হবে না তবু মায়ের
ঋণের কানাকড়ি।
বৃদ্ধকালে যত্ন নিব মাকে
অতিস্নেহ ভরে,
শপথ করি সকল সন্তান
সবার ঘরে ঘরে।
যে সকল মা হয়েছে তব
পরকালবাসী,
ইবাদতে মোনাজাত করি
হও মা স্বর্গবাসী।
সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ মোজাদ্দেদপুর, জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।
Leave a Reply