ফারজানা রহমানঃ
চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে শৈলী প্রকাশনার উদ্যোগে শুরু হয়েছে তিন দিন ব্যাপী বই উৎসব। বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মইনুল ইসলাম এই উৎসবের উদ্ভোধন করেন। স্বাগত বক্তব্য রাখেন কথাসাহিত্যিক দীপক বড়ুয়া। প্রাবন্ধিক ড. আনোয়ারা আলমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ড. উজ্জ্বল কুমার দেব, ড. নারায়ন বৈদ্য, ড. আহমেদ মাওলা, ড. মো. মোরশেদুল আলম, ড. শ্যামল কান্তি দত্ত।শুভেচ্ছা বক্তব্য দেন শিশুসাহিত্যিক শৈবাল বড়ুয়া, রম্যলেখক জিনাত আজম ও কবি রোকেয়া হক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী আয়েশা হক শিমু। সৃজনশীল লেখকদের পদচারণায় মুখরিত উৎসব প্রাঙ্গণে বৃন্দ আবৃত্তি, কবিতা পাঠ ও সঙ্গীত পরিবেশনা এক অনন্য মাত্রার সংযোজন করে।
Leave a Reply