চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ মোসলেম উদ্দিন আহমদ পবিত্র ওমরা পালন করতে সৌদি আরবে যাওয়ায় ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী।
সোমবার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় প্রবীণ রাজনৈতিক মোতাহেরুল ইসলাম চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান জানান , বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন আহমদ পবিত্র ওমরা পালন করতে সৌদি আরবে গেছেন। তাই সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
Leave a Reply