পটিয়ার অন্যতম স্বেচ্ছাসেবী ও সমাজিক সংগঠন “রক্তের বন্ধনে পটিয়া”র কার্যকরী উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। গত রোববার সংগঠনের প্রতিষ্ঠাতা আসহাব উদ্দীন জনির সাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।এই কমিটিতে প্রধান উপদেষ্টা করা হয় লায়ন মোঃ আবু ছালেহ’কে। প্রচার ও প্রকাশনা উপদেষ্টা করা হয় কাউছার আলম’কে।আইনি উপদেষ্টা করা হয় এডভোকেট কৃষ্ণ প্রসাদ শর্মা’কে।এছাড়াও আমির খসরু রিয়াদ,ইয়াসিন রনি,মনসুর আলম,ফরিদুল আলম মিটু,ওমর ফারুক সাহেদ,জি এম আনিসুল ইসলাম কে উপদেষ্টা করা হয়।
সংগঠনের পক্ষ থেকে উপদেষ্টা কমিটির জন্য অভিনন্দন,শুভেচ্ছা ও শুভ কামনা জানানো হয়।
Leave a Reply