1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১১ মে ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন

“রক্তের বন্ধনে পটিয়া”র ব্যবস্হাপনায় স্কুল ভিত্তিক “বিনামূল্যে রক্তের গ্রুপ” নির্ণয়

  • সময় সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ২৪৯ পঠিত

স্কুল ভিত্তিক “বিনামূল্যে রক্তের গ্রুপ” নির্ণয় সেবার আওতায় ৫ম বারের মত অনুষ্টিত হয়ে গেল পটিয়ার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন “রক্তের বন্ধনে পটিয়া”র ব্যবস্হাপনায় “বিনামূল্যে রক্তের গ্রুপ” নির্ণয় ক্যাম্প-২০২২। আজ ২৫/০৭/২০২২ ইং রোজ সোমবার ” নলান্ধা কাশেমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে” সংগঠনের প্রতিষ্টাতা আসহাব উদ্দিন জনির সভাপতিত্বে এডমিন ও যুগ্ন সম্পাদক মোহাম্মদ সেলিম এর পরিচালনায় কোলাগাঁও ইউনিয়নের ১ নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোঃ শফিউল বশর এর সহযোগিতায় এই ক্যাম্প অনুষ্টিত হয়। এতে প্রায় ৩২০ জনকে ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় সেবা প্রধান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ। এই সময় প্রধান অতিথি বলেন বাংলাদেশ সরকার কতৃক ছাত্রছাত্রীদের জন্য ইউনিক আইডিতে রক্তের গ্রুফ এন্ট্রি করা বাধ্যতামূলক।এই পরিস্থিতিতে অনেক শিক্ষার্থী এটা জানেনা অথবা গরীব রা টাকার অভাবে করতে পারেনা।এমতাবস্থায় রক্তের বন্ধনে পটিয়া স্বেচ্ছাসেবী সংগঠনের ” স্কুল এন্ড কলেজ” বিনামূল্যে রক্তের গ্রুফ নির্ণয় সেবা খুবই প্রশংসনীয়। এটা চলমান থাকবে আশা করি।

পরিশেষে “আমার রক্তে বাঁচবে প্রাণ -স্বেচ্ছায় করি রক্তদান” এই স্লোগান এর মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের এডমিন আহমেদ জিয়া, মডারেটর মিরাজ হোসেন, জয়নাল আবেদীন, জান্নাতুল মাওয়া, সদস্য সরোয়ার কামাল,ফাহাদ বিন রনি, আদনান সহ প্রমুখ।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট